শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

গ্রাহক পার্যায়ে বিদ্যুতের দাম বাড়লো ১৯ পয়সা

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৩ | ৪:৪১ অপরাহ্ণ আপডেট: ১২ জানুয়ারি ২০২৩ | ৪:৪১ অপরাহ্ণ
গ্রাহক পার্যায়ে বিদ্যুতের দাম বাড়লো ১৯ পয়সা

ভোক্তা পর্যায়ে বিদ্যুতের খুচরা দাম ইউনিট প্রতি ১৯ পয়সা বাড়ানো হয়েছে। চলতি মাসের ১ তারিখ থেকেই নতুন দাম কার্যকর করা হচ্ছে।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) এক নির্বাহী আদেশে বিদ্যুতের খুচরা দাম বাড়ানো হয়। এখন থেকে প্রতি মাসে বিদ্যুতের খুচরা দাম নিয়মিত সমন্বয় করা হবে।

এ বিষয়ে বিদ্যুৎসচিব হাবিবুর রহমান বলেন, আজকের মধ্যেই বিদ্যুতের দাম বাড়ানোর প্রজ্ঞাপন জারি করা হতে পারে। প্রজ্ঞাপন গেজেট আকারে প্রকাশের জন্য বিজি প্রেসে পাঠানো হয়েছে। আমি এটুকু জানি।

এর আগে গত ৮ জানুয়ারি রাজধানীর বিয়াম মিলনায়তনে সঞ্চালন সংস্থা ও বিতরণ কোম্পানিগুলোর প্রস্তাবের ওপর গণশুনানি হয়।

গণশুনানি শেষে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কারিগরি কমিটি ইউনিট প্রতি এক টাকা ২১ পয়সা বাড়ানোর সুপারিশ করে।

সবশেষ ২০২০ সালের ২৭ ফেব্রুয়ারি গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়িয়েছিল সরকার।

আইআই

সম্পর্কিত পোস্ট