বাংলাদেশ ক্রিকেটের সর্বকালের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান। দেশের প্রতিনিধিত্ব করার পাশাপাশি বিশ্বের বড় বড় লিগগুলোও মাতিয়ে থাকেন। আর এসব ভ্রমণ গাড়িতে কিংবা হোটেলে প্রচুর গান শুনেন বলে অনেক সাক্ষাৎকারে বলেছিলেন সাকিব আল হাসান। এবার জানালেন, এক সময় গিটার শেখার ইচ্ছা ছিল তার। সময় সুযোগ পেলে এখনো যন্ত্রটি বাজানো শিখতে চান।
বাংলাদেশ-আফগানিস্তান টি-২০ সিরিজ শুরুর আগে মঙ্গলবার (১ মার্চ) টিম ম্যানেজমেন্ট থেকে দুই ঘণ্টার ছুটি নিয়ে রাজধানীর তেজগাঁওয়ে ইয়ামাহা ফ্ল্যাগশিপ সেন্টার উদ্বোধন করেন টাইগার অলরাউন্ডার। প্রতিষ্ঠানটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে বেশ কয়েক বছর ধরেই যুক্ত আছেন তিনি।
সেখানে এক ফাঁকে সাংবাদিকদের নানান প্রশ্নের উত্তর দেন বাংলাদেশ ক্রিকেটের এই পোস্টার বয়। এক সাংবাদিক সাকিবকে জিজ্ঞেস করেন, ‘এক সময় গিটার হাতে নিয়েছিলেন। পিয়েনোও। বাজাতে কি পারেন?’
জবাবে সাকিব বলেন, ‘আমার আসলে খুব ইচ্ছা ছিল কোনো একটা সময়ে গিটার বাজানো শেখার। এখনো হয়নি। সুব্রত দাদা বলল এটা শেখা খুব বেশি কঠিন না। বিশেষ করে যখন দেশের বাইরে থাকি। খুব বেশি একটা কাজ না থাকলে অনলাইনে এটা শেখাতে পারবে সে।’
সংলাপ/০৩/০২/০০৫/আ/হো