মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১

গাজীপুরে কেমিক্যাল কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

প্রকাশ: ৩ নভেম্বর ২০২১ | ৮:৪৪ অপরাহ্ণ আপডেট: ৩ নভেম্বর ২০২১ | ৮:৪৪ অপরাহ্ণ
গাজীপুরে কেমিক্যাল কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

গাজীপুরের শ্রীপুরে একটি কেমিক্যাল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আট ইউনিট কাজ করছে। আজ সন্ধ্যা ৭টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। কারখানা সূত্রে জানা গেছে, কারখানার ব্লিচিং পাউডার রাখার জায়গা থেকে আগুনের সূত্রপাত। আগুনের লেলিহান শিখায় আতঙ্কগ্রস্ত হয়ে আশপাশের মানুষ বাড়িঘর ছেড়ে বাইরে চলে যান।

সম্পর্কিত পোস্ট