রবিবার, ৬ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১

গণতান্ত্রিক ব্যবস্থায় ক্ষমতার পরিবর্তন চাই : ফখরুল

প্রকাশ: ২২ অক্টোবর ২০২১ | ৭:০৫ অপরাহ্ণ আপডেট: ২২ অক্টোবর ২০২১ | ৭:০৫ অপরাহ্ণ
গণতান্ত্রিক ব্যবস্থায় ক্ষমতার পরিবর্তন চাই : ফখরুল

আমরা গণতান্ত্রিক ব্যবস্থায় ক্ষমতার পরিবর্তন চাই। গণতন্ত্রের মধ্যে দিয়ে আমরা জনগণের মালিকানা প্রতিষ্ঠা করতে চাই। টা একমাত্র সম্ভব হবে যখন জনগণ ঐক্যবদ্ধ হবে। বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২২ অক্টোবর) বিকেলে ঢাকা রিপোর্টাস ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে বাংলাদেশ লেবার পার্টির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘আধিপত্যবাদী আগ্রাসন ও ফ্যাসিবাদী দুঃশাসন রুখে দাঁড়াও’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল আরও বলেন, জনগণের ঐক্য ছাড়া ফ্যাসিস্ট শাসককে সরানো সম্ভব হয় না। আমরা শান্তিপূর্ণভাবে জনতার ঐক্যের মাধ্যমে এদের সরাতে পারি। এছাড়া আমাদের কোনো বিকল্প নেই। আমি মনে করি, ভয়াবহ এই ফ্যাসিস্ট সরকার শত চেষ্টা করেও জনগণের ঐক্য নষ্ট করতে পারেনি। আজকে পত্র-পত্রিকা বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম বলেন, কোথাও এই সরকারের কোনো সমর্থক নেই। তাদের সমর্থক খুঁজে পাওয়া যাবে না। এমনকি একজন সাধারণ শ্রমজীবী মানুষকে যদি জিজ্ঞাসা করেন, সেও বলবে যে কত দ্রুত এই সরকার ক্ষমতা থেকে যাবে। কারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে।

সম্পর্কিত পোস্ট