মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ইফতার মাহফিল ও আলোচনা সভা করেছে খেলাফত মজলিস। শনিবার (২৩ এপ্রিল) স্থানীয় একটি হোটেল আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খেলাফত মজলিস মালয়েশিয়া শাখার সভাপতি মুহাম্মদ তাছলিমুদ্দীন।
ইফতার পূর্ব আলোচনা সভায় তাছলিমুদ্দীন বলেন, আল্লাহর বিধান অনুযায়ী ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র পরিচালনা মাহে রমজানের অন্যতম শিক্ষা। পবিত্র রমজান আমাদেরকে তাক্বওয়া অর্জনের শিক্ষা দেয়।
তিনি আরও বলেন, আল কুরআনের বিধান অনুযায়ী প্রত্যেক মুমিনের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ ও রাষ্ট্রীয় জীবন পরিচালনার সার্বিক প্রয়াস এবং প্রচেষ্টা থাকা উচিত।
ইফতার মাহফিল ও আলোচনা সভা পরিচালনায় ছিলেন কুয়ালালামপুর মহানগর সভাপতি প্রভাষক মো. আব্দুর রব। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট চিকিৎসক ডা. মনিরুজ্জামান। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন খেলাফত মজলিস মালয়েশিয়া শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ আবদুর রব।
এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মোহাম্মদ আব্দুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ইয়াসিন আহমেদ, আব্দুল হামিদ ও মাওলানা আবু সাঈদ প্রমুখ।
অনুষ্ঠানে ইফতার পূর্ব আলোচনা শেষে মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।