শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১

বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন ১ অক্টোবর

কড়া নাড়ছে দুবাইয়ের ‘এক্সপো ২০২০’

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২১ | ২:২৫ অপরাহ্ণ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২১ | ২:২৫ অপরাহ্ণ
কড়া নাড়ছে দুবাইয়ের ‘এক্সপো ২০২০’

প্রস্তুতি প্রায় শেষ। কয়েকদিনের মধ্যে দুবাইয়ে বৃহৎ বাণিজ্যিক মেলা ‘এক্সপো ২০২০’র পর্দা উঠবে। বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে পাল্লা দিয়ে বড় পরিসরের এই আয়োজনে অংশ নিচ্ছে বাংলাদেশ। আগামী ৩০ সেপ্টেম্বর এক্সপো গ্রাউন্ড উদ্বোধন হলেও বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধনের কথা রয়েছে ১ অক্টোবর। ওই দিন থেকেই মূলত এক্সপো’র কার্যক্রম শুরু।

বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন জানান, বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে পারেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এ ছাড়া প্রথম দিনই হাইটেক পার্ক ও বেজা’র মত সংস্থাগুলো অংশগ্রহণের কথা রয়েছে।

এবারের এক্সপোতে বিশ্বের বিভিন্ন দেশের ব্যবসায়ীরা ভার্চুয়ালি যুক্ত থাকার সুযোগ পাবেন উল্লেখ্য করে এনআরবি ( সিআইপি) এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মো. ইয়াছিন চৌধুরী সময়ের সংলাপকে বলেন, এক্সপো ঘিরে আমরা একটি গ্লোবাল বিজনেস সামিট করতে যাচ্ছি। দুই দিনব্যাপী এই সামিট দুবাইতে অনুষ্ঠিত হবে। এতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে সিআইপিগণ উপস্থিত থাকবেন।

তবে বাংলাদেশের বিমানবন্দরগুলোতে দ্রুত র‌্যাপিট টেস্টের ব্যবস্থা না হলে হাজার হাজার ব্যবসায়ী বাংলাদেশ থেকে আমিরাত যেতে পারবে কি-না তা নিয়ে এখনও সংশয় রয়ে যাচ্ছে।

সম্পর্কিত পোস্ট