বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১

করোনায় মারা গেছে চিটাগং কিংসের মাসুদ

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২১ | ১:০১ পূর্বাহ্ণ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২১ | ১:২২ পূর্বাহ্ণ
করোনায় মারা গেছে চিটাগং কিংসের মাসুদ

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বিপিএল চিটাগং কিংসের সদস্য আরিফ মঈনুদ্দীন মাসুদ মারা গেছেন।

রোববার (২৬ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামের পাঁচলাইশ এলাকার পার্ক ভিউ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

মাসুদ রাউজান উপজেলার গহিরা গ্রামের বক্স আলী চৌধুরী বাড়ির আব্বাস আলির দ্বিতীয় পুত্র।

রাতে বক্স আলী চৌধুরী বাড়ি জামে মসজিদ সংলগ্ন মাঠে মাসুদের জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

তার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে চারিদিকে শোকের ছায়া নেমে আসে।

মৃত্যুকালে তার বয়স হয় ৪২ বছর। তিনি স্ত্রী, এক ছেলে মুহিত ও এক মেয়ে মাইরা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সম্পর্কিত পোস্ট