প্রকাশ: ৩০ মার্চ ২০২২ | ৭:১৪ অপরাহ্ণ আপডেট: ৩০ মার্চ ২০২২ | ৭:১৪ অপরাহ্ণ
সমাজসেবক, কমিউনিটি ব্যক্তিত্ব ও আমরা সবাই সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য বিনয় দে কানাডার মন্ট্রিলে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।
মৃত্যুকালে বিনয় দে কন্যা সুজাতা দে, পুত্র অনিল দেসহ অসংখ্য বন্ধু বান্ধবও আত্মীয়-স্বজন রেখে গেছেন।
উল্লেখ্য, কানাডার আলবার্টার ক্যালগেরির সমাজসেবক বিনয় দে বাংলা কমিউনিটিতে নতুন আসা অভিবাসীদের সাহায্য করা ছাড়াও বিভিন্ন সেবামূলক কাজে অত্যন্ত সক্রিয় ছিলেন। বিনয় দের মৃত্যুতে ক্যালগেরির বাংলাদেশ কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।
বিনয় দের মৃত্যুতে আমরা সবাই সংগঠনের সভাপতি রুপক দত্ত শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
সংলাপ-৩০/০৩/০০১/আ/আ