মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১

ক্যাম্বেলটাউন বাংলা স্কুলের বার্ষিক সাধারণ সভা

প্রকাশ: ২২ মার্চ ২০২২ | ৫:৪৮ অপরাহ্ণ আপডেট: ২২ মার্চ ২০২২ | ৫:৪৮ অপরাহ্ণ
ক্যাম্বেলটাউন বাংলা স্কুলের বার্ষিক সাধারণ সভা

অস্ট্রেলিয়ার ক্যাম্বেলটাউন বাংলা স্কুলের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ২০২২-২৩ বর্ষের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। স্কুলের ৮ বেনহাম রোড, মিন্টোর কার্যালয়ে গত রোববার সকাল ১০টায় শুরু হওয়া অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, কার্যকরী কমিটির সদস্য, সাধারণ সদস্য ও কমিউনিটির অতিথিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতেই গত মেয়াদে স্কুলের কার্যক্রমের বিবরণী তুলে ধরেন বাংলা স্কুলের সাধারণ সম্পাদক কাজী আশফাক রহমান। ভার্চুয়াল প্ল্যাটফর্মে আয়-ব্যয়ের বিবরণী ও স্কুলের শিক্ষা কার্যক্রম নিয়ে আলোচনা করেন কোষাধ্যক্ষ ও একাডেমিক ইনচার্জ রুমানা খান। স্কুলের সামগ্রিক ব্যবস্থাপনা ও পরিচালনার ওপর আলোকপাত করেন স্কুলের সভাপতি মসিউল আজম খান।

পরের পর্বে বোর্ড অব ম্যানেজমেন্টের সদস্য আবদুল জলিল প্রশ্নোত্তর পর্ব ও মতামত বিনিময়ের আহবান জানান উপস্থিত সবাইকে। এ পর্যায়ে স্কুলের তিন সদস্য স্কুল পরিচালনা বিষয়ে তাদের মতামত দেন। উপস্থিত সদস্যদের কেউ কেউ তাদের নিজস্ব মতামত ও স্কুলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাইকে একসঙ্গে কাজ করার পরামর্শ দেন।

পরবর্তী পর্বে সভাপতি মশিউল আজম খান বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটি নির্বাচন করার জন্য নির্বাচন কমিশনার খায়রুল চৌধুরীকে অনুরোধ করেন। খায়রুল চৌধুরী মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ২০২২-২৩ বর্ষের জন্য নতুন কমিটি ঘোষণা করেন।

মসিউল আজম খানকে সভাপতি ও কাজী আশফাক রহমানকে সাধারণ সম্পাদক করে গঠিত কমিটির অপর সদস্যরা হলেন সহ-সভাপতি ফয়সাল খালিদ, কোষাধ্যক্ষ নুরুল ইসলাম, ক্রীড়া সম্পাদক রাফায়েল রোজারিও। নির্বাহী সদস্যরা হলেন রুমানা খান, আহমেদ তারিক ও ইয়াকুব আলী।

ক্যাম্বেলটাউন বাংলা স্কুল প্রতি রোববার সকাল দশটা থেকে বেলা একটা পর্যন্ত ধর্ম–বর্ণনির্বিশেষে সব বাংলাভাষীর জন্য উন্মুক্ত থাকে।

সংলাপ-২২/০৩/০০৬/আ/আ

সম্পর্কিত পোস্ট