ক্যাম্বেলটাউন বাংলা স্কুলের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত এবং ২০২২-২০২৩ বর্ষের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। স্কুলের ৮ বেনহাম রোড, মিন্টোর কার্যালয়ে রবিবার সকাল দশটায় শুরু হওয়া এই সভায় শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, কার্যকরী কমিটির সদস্য, সাধারণ সদস্য ও কমিউনিটির গণ্যমান্য অতিথিরা উপস্থিত ছিলেন।
সভার শুরুতেই সবাইকে স্বাগত জানিয়ে গত মেয়াদে স্কুলের কার্যক্রমের বিবরণী তুলে ধরেন বাংলা স্কুল সাধারণ সম্পাদক কাজী আশফাক রহমান। ভার্চুয়াল প্লাটফর্মে আয়-ব্যয় বিবরণী ও স্কুলের শিক্ষা কার্যক্রম নিয়ে আলোচনা করেন কোষাধ্যক্ষ ও একাডেমিক ইনচার্জ রুমানা খান মোনা। স্কুলের সামগ্রিক ব্যবস্থাপনা ও পরিচালনার উপর আলোকপাত করেন স্কুল সভাপতি মসিউল আজম খান স্বপন।
পরের পর্বে বোর্ড অফ ম্যানেজমেন্টের সদস্য আব্দুল জলিল প্রশ্নোত্তর পর্ব ও মতামত বিনিময়ের আহ্বান জানান উপস্থিত সকলকে। এ পর্যায়ে স্কুলের তিনজন সদস্য স্কুল পরিচালনা বিষয়ে তাদের মতামত দেন। উপস্থিত সদস্যদের কেউ কেউ তাঁদের নিজস্ব মতামত ও স্কুলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাইকে একসাথে কাজ করার পরামর্শ দেন।
পরবর্তী পর্বে সভাপতি মশিউল আজম খান বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটি নির্বাচন করার জন্য নির্বাচন কমিশনার খায়রুল চৌধুরীকে অনুরোধ করেন। খায়রুল চৌধুরী মনোনয়ন পত্র যাচাই-বাছাই শেষে ২০২২-২০২৩ বর্ষের জন্য নতুন কমিটি ঘোষণা করেন।
মসিউল আজম খান স্বপনকে সভাপতি ও কাজী আশফাক রহমানকে সাধারণ সম্পাদক করে গঠিত কমিটির অন্য সদস্যরা হলেন- সহ সভাপতি ফয়সাল খালিদ শুভ, কোষাধ্যক্ষ নুরুল ইসলাম শাহিন, ক্রীড়া সম্পাদক রাফায়েল রোজারিও। নির্বাহী সদস্যরা হলেন- রুমানা খান মোনা, আহমেদ তারিক ও ইয়াকুব আলী।
প্রসঙ্গত, ক্যাম্বেলটাউন বাংলা স্কুল প্রতি রবিবার সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত ধর্ম বর্ণ নির্বিশেষে সব বাংলা ভাষাভাষীর জন্য উন্মুক্ত থাকে।
সংলাপ-১৪/০৩/০০১/আ/আ