মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১

কেন এত ভ্যাপসা গরম! কারণ জানালেন আবহাওয়াবিধ

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২১ | ৪:৩৩ অপরাহ্ণ আপডেট: ১৬ অক্টোবর ২০২১ | ৪:৪৩ অপরাহ্ণ
কেন এত ভ্যাপসা গরম! কারণ জানালেন আবহাওয়াবিধ

অক্টোবরে দেশের আবহাওয়া কিছুটা ঠান্ডা হওয়াটা যেখানে স্বাভাবিক ছিলো, সেখানে দেশের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। আজ আশ্বিনের শেষ দিনে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর বিদায় নেওয়ার সময় গরমে পুড়ছে প্রায় সারাদেশ।

তাপমাত্রা বেশি থাকার কারণ জানিয়ে আবহাওয়াবিদ মো. আরিফ হোসেন বলেন, ‘অক্টোবর মাসে কোনো কোনো বছর তাপমাত্রা বেশি থাকে। কারণ অক্টোবরে এসে বৃষ্টিপাতটা অনেকটাই কমে যায়। সেপ্টেম্বরের চেয়ে অক্টোবরে বৃষ্টিপাত অর্ধেকের চেয়েও কম হয়। এবার দেশ থেকে যখন দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নিচ্ছে, ঠিক ওই সময়েই বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হয়েছে। এ কারণে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প সমৃদ্ধ বাতাস স্থলভাগের দিকে আসে। যে কারণে ভাদ্র মাসের মতো ভ্যাপসা গরম লাগছে। এ অবস্থায় বৃষ্টি যতক্ষণ না হয়, ততক্ষণ গরম কমে না।’

‘মূলত বৃষ্টি না হওয়ার কারণেই এবার এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সাধারণত অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে দেশে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নিতে শুরু করে। দ্বিতীয় সপ্তাহের মধ্যে পুরোপুরি বিদায় নেয়। কোনো কোনো বছর এটা একটু দেরিতে হয়। এবার দেরি হচ্ছে, এবার মৌসুমি বায়ু বাংলাদেশ থেকে পুরোপুরি বিদায় নিতে ২২/২৩ অক্টোবর পর্যন্ত লেগে যাবে।’

এ আবহাওয়াবিধ আরো বলেন, ‘এখন স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বেশি। রাতের তাপমাত্রাও ২ ডিগ্রির মতো বেশি আছে।’

১৮, ১৯ ও ২০ অক্টোবরের দিকে বৃষ্টিপাত বাড়তে পারে জানিয়ে আরিফ হোসেন বলেন, ‘লঘুচাপটি এখন উড়িষ্যা-অন্ধ্রপ্রদেশ উপকূলে আছে। এটির প্রভাবেই বাংলাদেশে বৃষ্টি বাড়বে।’ এবং তাপমাত্রাও কমে আসবে।

সম্পর্কিত পোস্ট