শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১

কেনিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

প্রকাশ: ২৪ মার্চ ২০২২ | ৭:৩২ অপরাহ্ণ আপডেট: ২৪ মার্চ ২০২২ | ৭:৩২ অপরাহ্ণ
কেনিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের ফাইনালে কেনিয়াকে ৩৪-৩১ পয়েন্টে হারিয়েছে বাংলাদেশ। এর ফলে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো বাংলাদেশ। বৃহস্পতিবার শহীদ নুর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে ফাইনাল অনুষ্ঠিত হয়।

হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রথমার্ধে ১৭-১৪ পয়েন্টে এগিয়ে থাকে বাংলাদেশ। বিরতির পর ১৮-১৭ পয়েন্টে এগিয়ে যায় কেনিয়া। তবে ম্যাচের সময় বাড়ার সঙ্গে সঙ্গে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। এক পর্যায়ে ৩১-২৫ পয়েন্টে এগিয়ে যায় তারা। তবে ম্যাচে ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টা চালিয়ে ৩২-৩১ পয়েন্ট করে কেনিয়া। কিন্তু শেষ পর্যন্ত আর কেনিয়াকে সুযোগ দেয়নি বাংলাদেশ।

গত বুধবার শহীদ নূর হোসেন ভলিবল আন্তর্জাতিক স্টেডিয়ামে ইরাককে ৫৫-৩৬ পয়েন্ট ব্যবধানে উড়িয়ে দিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছিল বাংলাদেশ। অন্যদিকে, শ্রীলঙ্কাকে ৪৯-২৯ পয়েন্টে হারিয়ে কেনিয়া ফাইনালে উঠে।

এর আগে ২০২১ সালে প্রতিযোগিতার প্রথম আসরে কেনিয়াকে ৩৪-২৮ পয়েন্টে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ।

সংলাপ-২৩/০৩/০০৭/আ/আ

সম্পর্কিত পোস্ট