টানা দুই বছর পর স্বস্তিতে ঈদুল ফিতর উদযাপন করেছে কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। সোমবার (৩ মে) ভোর ৫টা ২১ মিনিটে বাঙালি অধ্যুষিত অঞ্চলে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে থাকায় মসজিদে, খেলার মাঠে, উন্মুক্ত স্থানে ঈদের নামাজ আদায়ের অনুমতি দেয় দেশটির সরকার।
ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনায় কুয়েতের বাঙালি অধ্যুষিত এলাকায় প্রায় ২০টির অধিক মসজিদে ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হয়। বিদেশের মাটিতে একসঙ্গে ঈদের নামাজ আদায় করতে পেরে খুশি প্রবাসী বাংলাদেশিরা।
ঈদের নামাজের জামাত শেষে সকাল ১০টার দিকে রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আসিকুজ্জামান তার বাস ভবনে প্রবাসীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
কুয়েতের কমিউনিটি, সাহিত্য সাংস্কৃতিক, সংগঠনের নেতারা, প্রবাসী সংবাদকর্মীরাসহ সব শ্রেণি পেশার প্রবাসী বাংলাদেশিরা রাষ্ট্রদূতের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।