কুয়েত সিটির প্রাণকেন্দ্র সুক আল মোবারকিয়া মার্কেটে আগুনে তিন শতাধিক দোকান পুড়ে গেছে। বৃহস্পতিবার (৩১ মার্চ) স্থানীয় সময় বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, পারফিউমের দোকান, পারফিউম তৈরির অ্যালকোহল ও গৃহস্থালি সামগ্রীর দোকান থেকে আগুনের তীব্রতা বেড়ে যায়। স্থানীয় সময় রাত ১০টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। তাদের সঙ্গে সহযোগিতা করেছে দেশটি ন্যাশনাল গার্ড।
এ মার্কেটে ইলেকট্রনিক পণ্য, মোবাইল ফোন, কাপড়, তসবি, প্রসাধনীসহ বেশিরভাগই বিভিন্ন পণ্যের পাইকারি দোকান।
জানা গেছে, এ মার্কেটে প্রবাসী বাংলাদেশিদের ৫০ থেকে ৬০টি দোকান রয়েছে। কয়েকজন প্রবাসী বাংলাদেশির দোকানও পুড়ে গেছে। এছাড়াও বেশিরভাগ দোকানেই বাংলাদেশিরা কাজ করেন। আগুনে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মালামাল সুরক্ষিত রাখতে এবং আগুন লাগার কারণ নির্ণয়ের জন্য ক্ষতিগ্রস্ত অংশটি দুই দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন কুয়েতের উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ আহমেদ আল নাওয়াফ।
সংলাপ-০১/০৪/০০১/আ/আ