শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

কুয়েত রেড ক্রিসেন্টের সহায়তায় রোহিঙ্গারা পেলো ১২০০ ঘর

প্রকাশ: ২০ জুলাই ২০২২ | ৭:২০ অপরাহ্ণ আপডেট: ২০ জুলাই ২০২২ | ৭:২০ অপরাহ্ণ
কুয়েত রেড ক্রিসেন্টের সহায়তায় রোহিঙ্গারা পেলো ১২০০ ঘর

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থীদের দুর্দশা লাঘবে কুয়েত রেড ক্রিসেন্ট সোসাইটি (কেআরসিএস) ও কুয়েত ফান্ড ফর আরব ইকোনমিক ডেভেলপমেন্টের (কেএফএইডি) যৌথ উদ্যোগে ১২০০ ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে।

রোববার (১৭ জুলাই) কুয়েত রেড ক্রিসেন্ট সোসাইটি, কাতার রেড ক্রিসেন্ট সোসাইটি ও আন্তর্জাতিক রেড ক্রসের একটি প্রতিনিধি দল কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবিরগুলো পরিদর্শন করে। পরে তারা কক্সবাজার সদর হাসপাতালে বিভিন্ন স্বাস্থ্য উপকরণ বিতরণ করেন।

রোহিঙ্গা শরণার্থীদের মানবিক অবস্থা পরিদর্শনের জন্য কেআরসিএস’র প্রতিনিধি দলকে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে সম্মান জানানো হয়েছে।

এ সময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ডেপুটি সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম, যুব ও স্বেচ্ছাসেবক বিভাগের পরিচালক মিজানুর রহমান, হেড অব অপারেশন (পিএমও) এমএ হালিম, সহকারী পরিচালক আকরাম আলী খান রানা, কক্সবাজার ইউনিটের ইউনিট লেভেল অফিসার সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট