বৃহস্পতিবার, ১ জুন ২০২৩, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩০

কুয়েতে সাংস্কৃতিক সন্ধ্যা ও বিজয় উৎসব

প্রকাশ: ৪ মার্চ ২০২২ | ৫:৩৪ অপরাহ্ণ আপডেট: ৪ মার্চ ২০২২ | ৫:৪৩ অপরাহ্ণ
কুয়েতে সাংস্কৃতিক সন্ধ্যা ও বিজয় উৎসব

কুয়েতে সাংস্কৃতি সন্ধ্যা ও বিজয় উৎসব পালিত হয়েছে। বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত বিজয় দিবস ফুটবল টুর্নামেন্টে ফেনী সকার ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। কুয়েতের খাইতান প্যালেস হোটেলে বৃহস্পতিবার (৩ মার্চ) সন্ধ্যায় এ বিজয় উৎসব অনুষ্ঠিত হয়।

ফেনী স্পোর্টিং ক্লাবের সভাপতি মমিন আল করিমের সভাপতিত্বে ও নাসির উদ্দিন খোকনের সঞ্চালনায়, উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশন কুয়েত’র সভাপতি হজরত আলী মল্লিক, উপদেষ্টা আবদুল কাদের মোল্লা, প্রকৌশলী ফরিদ উদ্দিন, কুরবান আলী, হুমায়ুন কবির আলী মোহাম্মদ বেলাল হোসেন সহ কুয়েতে বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন শ্রেণিপেশার প্রবাসী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।

সবশেষে বাংলাদেশি শিল্পীরা গান পরিবেশন করেন এবং সামাজিক ও সাংস্কৃতিক কাজে বিশেষ অবদানের জন্য সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

সংলাপ ০৪/০৩/০২ আজিজ

সম্পর্কিত পোস্ট