রবিবার, ৬ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১

কুয়েতে মিরসরাই সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২২ | ৮:১৫ অপরাহ্ণ আপডেট: ৩০ এপ্রিল ২০২২ | ৮:১৫ অপরাহ্ণ
কুয়েতে মিরসরাই সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুয়েতে মিরসরাই সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ এপ্রিল) দেশটির হাসাবিয়ায় সংগঠনের সভাপতি মোহাম্মদ কামাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহাবুদ্দিনের সঞ্চালনা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কমিউনিটির সাধারণ সম্পাদক ফয়েজ কামাল, উপদেষ্টা আনোয়ার শাহাদাত, নাজিম উদ্দীন চৌধুরী, পৃষ্ঠপোষক সেলিম ভূঁইয়া, কামরুল ইসলাম, রহিম উদ্দিন ভূঁইয়া ও সহ-সভাপতি নাজিম উদ্দিন।

এছাড়াও অন্যান্যদের মধ্যে মোহাম্মদ বেলাল হোসেন, মোশাররফ হোসেন, বেলায়েত হোসেন, রফিকুল ইসলাম, আশরাফুল, নিপুনসহ কুয়েতে বিভিন্ন অঞ্চল হতে আগত সদস্যরা উপস্থিত ছিলেন।

পরে সমিতির উপদেষ্টা ও পৃষ্ঠপোষকের সম্মতিক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদকের পদ পুনরায় বহাল রেখে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

সম্পর্কিত পোস্ট