মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১

কুয়েতে মাসব্যাপী ইফতারি সামগ্রী বিতরণ

প্রকাশ: ১২ এপ্রিল ২০২২ | ১০:০১ পূর্বাহ্ণ আপডেট: ১২ এপ্রিল ২০২২ | ১০:০১ পূর্বাহ্ণ
কুয়েতে মাসব্যাপী ইফতারি সামগ্রী বিতরণ

বছর ঘুরে রহমত, বরকত ও নাজাত নিয়ে আসে ইসলাম ধর্মের ইবাদতের পবিত্র রমজান মাস। এ মাসে মহান আল্লাহর নৈকট্য লাভের আশায় কুয়েতসহ আরব দেশগুলোতে বিভিন্ন সরকারি সংস্থা ও ব্যক্তির উদ্যোগে পুরো রমজান মাসজুড়ে চলে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম। মহামারি করোনার কারণে গত দুই বছর বন্ধ থাকলেও এ বছর পুনরায় চালু হয়েছে ইফতারি বিতরণ কার্যক্রম।

আসরের পর থেকে ইফতারির পূর্ব মুহূর্তে মসজিদে এবং জনবহুল স্থানে যেখানে বিভিন্ন দেশের লোকদের আবাসস্থল রয়েছে সেসব স্থানে ইফতার বিতরণ করা হয়। এছাড়া বিভিন্ন কোম্পানির ব্যারাকে ইফতারি বিতরণ করা হয়।

ইফতার আয়োজনে থাকে বিরিয়ানি, ফল ও কোমল পানীয়। বিভিন্ন দেশের অভিবাসীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ইফতারি গ্রহণ করেন। ভিড় বেশি থাকলে স্থানীয় প্রশাসন সহযোগিতায় এগিয়ে আসে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বাংলাদেশি প্রবাসী জানান, রমজান মাসে কুয়েতের বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা ও স্থানীয়রা প্রতিদিন ইফতারি দিয়ে থাকে। কাজ শেষ করে বাসায় এসে রান্না করা কষ্টকর হয়ে যায়। বিতরণ করা মানসম্মত খাবার খেয়ে সন্তুষ্টি পাওয়া যায়। এতে রমজানে অতিরিক্ত অর্থ খরচ হয় না।

সম্পর্কিত পোস্ট