প্রকাশ: ২ মে ২০২২ | ৪:৫৭ অপরাহ্ণ আপডেট: ২ মে ২০২২ | ৪:৫৭ অপরাহ্ণ
কুয়েতে প্রবাসী বাংলাদেশিরা রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আসিকুজ্জামানের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন।
সোমবার সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত দেশটির কর্তুবায় বাংলাদেশ হাউস ভবনে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। বিগত দুই বছর করোনা মহামারির কারণে বিধিনিষেধ থাকায় বন্ধ ছিল এ আয়োজন।
এ সময় প্রথম সচিব দূতালয় প্রধান নিয়াজ মোরশেদ, শ্রম কাউন্সেলর আবুল হোসেন, প্রথম সচিব পাসপোর্ট ও ভিসা ইকবাল আখতারসহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
করোনা বিধিনিষেধ শিথিল হওয়ায় ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। সবশেষে প্রবাসীদের মিষ্টিমুখ করানো হয় এবং প্রীতিভোজের আয়োজন করা হয়।