বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

কুয়েতে ট্যুরিস্ট-ফ্যামিলি ভিসা বন্ধ

প্রকাশ: ২৮ জুন ২০২২ | ৪:১২ অপরাহ্ণ আপডেট: ২৮ জুন ২০২২ | ৪:১২ অপরাহ্ণ
কুয়েতে ট্যুরিস্ট-ফ্যামিলি ভিসা বন্ধ

মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত পর্যটকদের জন্য নতুন করে ট্যুরিস্ট ভিসার পাশাপাশি ফ্যামিলি ভিসাও ইস্যু বন্ধ করে দিয়েছে। সোমবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই ভিসা প্রদান বন্ধের সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকরের ঘোষণা হয়। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এসব ভিসা প্রদান স্থগিত থাকবে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

কুয়েতের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা কুয়েত নিউজ এজেন্সি (কুনা) বলেছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সোমবার (২৭ জুন) থেকে ফ্যামিলি এবং পর্যটন ভিসাসহ ভিজিট ভিসা দেওয়া বন্ধ থাকবে কুয়েতে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ভিসা পদ্ধতির জন্য একটি নতুন ব্যবস্থাপনা ও নীতিমালা তৈরির লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, কুয়েতের প্রথম উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ আহমদ নওয়াফ আল আহমদ আল-সাবাহর নির্দেশের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভিসা প্রদান প্রক্রিয়া পুনরায় ঢেলে সাজানো ও উন্নত করার জন্য রেসিডেন্সি অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টকে একটি নতুন প্রক্রিয়া প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়েছে।

সম্পর্কিত পোস্ট