প্রকাশ: ৯ নভেম্বর ২০২২ | ৩:৩২ অপরাহ্ণ আপডেট: ৯ নভেম্বর ২০২২ | ৩:৩২ অপরাহ্ণ
কুয়েতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে জাতীয় সংবিধান দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার সকাল ৯টায় দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় দূতাবাস প্রাঙ্গনে। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করা হয়।
দূতাবাসের প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় রাষ্ট্রপতির বাণী পাঠ করেন শ্রম কাউন্সিলর আবুল হোসেন, প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন প্রথম সচিব পাসপোর্ট ও ভিসা ইকবাল আক্তার।
উন্মুক্ত আলোচনায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতারা বক্তব্য রাখেন। সমাপনী বক্তব্য রাখেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মাদ আশিকুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন দূতাবাসের অন্য কর্মকর্তা-কর্মচারী, বাংলাদেশি কমিউনিটির নেতা, বাংলাদেশি প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।