কুয়েতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা দুইদিন ব্যাপী জাতীয় ও স্বাধীনতা দিবসের আয়োজন করেছে। ২৫ ফেব্রুয়ারি জাতীয় দিবস ও ২৬ ফেব্রুয়ারি স্বাধীনতা দিবস উপলক্ষে কুয়েতের সরকারি-বেসরকারি ভবন, সড়ক, পার্ক, শপিং মল, বাসাবাড়িসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় শোভা পেয়েছে আলোকসজ্জায়।
এছাড়াও দিবসটি উপলক্ষে বিভিন্ন এলাকায় মেলা, নাচ-গান, অভিনয়, সার্কাস সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
কুয়েত আরবের একটি ছোট দেশ। মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ অন্যতম ধনী দেশ ‘দৌলতে কুয়েত’ নামেও পরিচিত। ৯টি দ্বীপ নিয়ে গঠিত দেশটি।
১৯৬১ সালে ব্রিটিশদের কাছ থেকে মুক্ত হওয়ার পরের দিনটিকে জাতীয় দিবস এবং ১৯৯১ সালের ২৬ ফেব্রুয়ারি ইরাকি আগ্রাসন থেকে মুক্ত হওয়ার দিনটিকে স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হয়। এরপর থেকে প্রতি বছর ২৫ ও ২৬ ফেব্রুয়ারি নানা আয়োজনের মাধ্যমে যথাক্রমে জাতীয় ও স্বাধীনতা দিবস পালন করে দেশটি।
জাতীয় দিবস ও স্বাধীনতা দিবস ঘিরে কুয়েতে ঈদের মতোই আনন্দের ঢল নামে। সবাই জাতীয় পতাকার রঙে পোশাক পরিধান করে। শিশুরা মেতে ওঠে বিভিন্ন খেলাধুলায়। স্থানীয়দের পাশাপাশি বিভিন্ন দেশের প্রবাসীদের মতো বাংলাদেশিরাও বন্ধু-বান্ধব, পরিবার-পরিজন নিয়ে ঘুরে বেড়ান এবং আনন্দ করে থাকেন।
সংলাপ ২৭/০২/০২ আজিজ