চলতি বছর অনুষ্ঠিত হতে যাওয়া হজের দ্বিতীয় কিস্তির টাকা পরিশোধ করতে ব্যার্থ হওয়ায় অভ্যন্তরীণ হজ যাত্রীদের বুকিং বাতিলের ঘোষণা দিয়েছে সৌদি আরবের হজ মন্ত্রণালয়।
জানা গেছে, সৌদি হজ মন্ত্রণালয় ২০২৩ সালে অনুষ্ঠিতব্য হজ সৌদি আরবের অভ্যান্তরীণ হজ যাত্রীদের জন্য চারটি প্যাকেজ ঘোষণা করেছেন। যার সর্বনিন্মটি ছিল ৩ হাজার ৯ শত ৮৪ রিয়াল ও সর্বোচ্চ প্যাকেজ ছিল ১১ হাজার ৮ শত ৪১ রিয়াল ।
প্যাকেজ সমূহের আবেদনপত্র হজ মন্ত্রণালয়ের ওয়েব সাইটের মাধ্যমে গ্রহণ ও অনলাইনে কিস্তিতে পরিশোধের সুবিধা প্রদান করা হয়। প্রথম কিস্তিতে মূল টাকার ২০ শতাংশ, দ্বিতীয় কিস্তিতে ৪০ শতাংশ ও বাকি টাকা সর্বশেষ কিস্তিতে পরিশোধের ব্যবস্থা রাখা হয়। সে মোতাবেক গত ২৯ জানুয়ারি ছিল দ্বিতীয় কিস্তি পরিশোধের সর্বশেষ দিন।
সৌদি হজ মন্ত্রণালয় এক ঘোষণায় জানিয়েছে ২৯ জানুয়ারি যারা দ্বিতীয় কিস্তির টাকা পরিশোধ করতে ব্যর্থ হয়েছেন তাদের আবেদন বাতিল করা হল। উক্ত আবেদনকারীগণ চাইলে আবারও নতুন করে আবেদন করতে পারবেন।
প্রসঙ্গত, চাঁদ দেখা স্বাপেক্ষে আগামী ২৬ জুন থেকে ১ জুলাই ২০২৩ ইং সময়ে হজের মূল আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে। হজ্জ করতে ইচ্ছুক আবেদনকারীগণকে ৩০ এপ্রিল পর্যন্ত সময়ের মধ্যে সর্বশেষ কিস্তির টাকা পরিশোধ করতে হবে। তা না হলে ২০২৩ এ অনুষ্ঠিতব্য হজে অংশগ্রহণ করতে পারবেন না তারা।