শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ৩ ফাল্গুন ১৪৩১

কিছু পাওয়ার জন্য রাজনীতি করি না: সিদ্দিকুর রহমান

প্রকাশ: ২৮ মার্চ ২০২২ | ১:১৬ অপরাহ্ণ আপডেট: ২৮ মার্চ ২০২২ | ১:১৬ অপরাহ্ণ
কিছু পাওয়ার জন্য রাজনীতি করি না: সিদ্দিকুর রহমান

‘কিছু পাওয়ার জন্য রাজনীতি করি না। বিদেশের মাটিতে যেন জামাত-শিবির-রাজাকারের বংশধরেরা বাংলাদেশের অর্জন ও মুক্তিযুদ্ধের চেতনাকে বিনষ্ট করতে না পারে তা প্রতিহতের জন্য রাজনীতি করি। আসুন সবাই মিলে বাংলাদেশ আওয়ামী লীগকে শক্তিশালী করি তাহলে বঙ্গবন্ধুর স্বপ্ন সফল হবে।’

স্বাধীনতা দিবস উপলক্ষে রোববার (২৭ মার্চ) রাতে জ্যাকসন হাইটসে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, যুক্তরাষ্ট্র শাখা আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দেশটির আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান এসব কথা বলেন।

সিদ্দিকুর রহমান বলেন, আমরা রাজনীতি করি শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য। যুক্তরাষ্ট্রের মাটিতে যারা আওয়ামী লীগের রাজনীতি করেন তাদের প্রত্যেকের সঙ্গে আমরা বসবো। আমরা চাই একত্রিত হয়ে আগামী নির্বাচনে জয়লাভ করতে।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অনুষ্ঠানের প্রধান বক্তা আব্দুস সামাদ আজাদ, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান, যুক্তরাষ্ট্র যুবলীগের আহবায়ক কমিটির সদস্য লস্কর মিঠু, গণেশ কীর্তনীয়া, আব্দুল ওয়াহেদসহ অন্যান্য বক্তারা একই সুরে নিজেদের আত্ম সমালোচনা করে সুসংগঠিত হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

সংগঠনের সভাপতি এ কে এম তারিকুল হায়দার সভাপতিত্ব করেন।

সংলাপ-২৮/০৩/০০১/আ/আ

সম্পর্কিত পোস্ট