শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

কাশ্মীরে ‘বন্দুকযুদ্ধ’, ৪ অস্ত্রধারী নিহত

প্রকাশ: ২ নভেম্বর ২০২২ | ৭:২৮ অপরাহ্ণ আপডেট: ২ নভেম্বর ২০২২ | ৭:৪৭ অপরাহ্ণ
কাশ্মীরে ‘বন্দুকযুদ্ধ’, ৪ অস্ত্রধারী নিহত

ভারতের জম্মু-কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে পৃথক বন্দুকযুদ্ধে চার অস্ত্রধারী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দক্ষিণ কাশ্মীরের অবন্তিপোরা এলাকায় নিরাপত্তারক্ষীদের গুলিতে তিনজন নিহত হন। অন্যদিকে, অনন্তনাগের বিজবেহারা এলাকায় সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে একজন নিহত হন। খবর আনন্দবাজারের।

উপত্যকায় জঙ্গি কার্যকলাপ রোধে এ দুটি ঘটনাকে বড় সাফল্য হিসেবে দেখছেন জম্মু ও কাশ্মীর পুলিশের এডিশনাল ডিরেক্টর বিজয় কুমার।

এর আগে গত সোমবার উপত্যকার একটি জঙ্গি মডিউলের চক্রান্ত ভেস্তে দিয়েছে বলে দাবি করেছিল পুলিশ। তাদের দাবি, পাকিস্তান অধিকৃত জম্মু থেকে ড্রোনের মাধ্যমে উপত্যকায় অস্ত্রশস্ত্রসহ বিস্ফোরক সরবরাহ করা হচ্ছিল। ইউরোপ থেকে তা নিয়ন্ত্রণ করা হচ্ছিল।

এই মডিউলের দুজন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে বলেও দাবি করেছিল পুলিশ। জম্মু ও কাশ্মীর পুলিশের ডিরেক্টর জেনারেল দিলবাগ সিংহের অভিযোগ, উপত্যকায় ‘নতুন খেলা’ শুরু করেছে পাকিস্তান। ড্রোনের মাধ্যমে কাশ্মীরে অস্ত্রসহ মাদক পাচার করছে তারা।

সম্পর্কিত পোস্ট