রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১

কাল সাউথ আফ্রিকার বিরুদ্ধে মাঠে নামছে বাংলাদেশ, কে এগিয়ে?

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৩ | ৯:২৬ অপরাহ্ণ আপডেট: ২৩ অক্টোবর ২০২৩ | ৯:২৬ অপরাহ্ণ
কাল সাউথ আফ্রিকার বিরুদ্ধে মাঠে নামছে বাংলাদেশ, কে এগিয়ে?

বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে কাল সাউথ আফ্রিকার বিরুদ্ধে মাঠে নামছর বাংলাদেশ। এই ম্যাচের আগে বাংলাদেশ চার ম্যাচ খেলে কেবল আফগানিস্তানের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ। আসরে সমান ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে হার বাদ দিলে বাকি সবগুলোয় সাউথ আফ্রিকা পেয়েছে দাপুটে জয়। উড়ন্ত ফর্মে থাকা প্রোটিয়াদের বিপক্ষে মাঠে নামার অপেক্ষায় সাকিব আল হাসানের দল। লড়াইয়ের আগে দেখে নেয়া যাক পরিসংখ্যানে কোন দল কোথায় আছে।

মুম্বাইয়ে ওয়াংখেড়ে স্টেডিয়াম মঙ্গলবার মুখোমুখি হবে টাইগার-প্রোটিয়া বাহিনী। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে খেলা।

পরিসংখ্যানের দিকে তাকালে জয়ের পাল্লাটা সাউথ আফ্রিকার দিকে ভারি। ২৪ ওয়ানডেতে প্রোটিয়াদের ১৮ জয়ের বিপরীতে বাংলাদেশ জিতেছে ৬টিতে। সাকিব-লিটনদের ৬ জয়ের মধ্যে দুটি এসেছে ঘরের মাঠে। সঙ্গে লাল-সবুজের প্রতিনিধিরা দুটি করে জয় পেয়েছে প্রতিপক্ষের ঘরের মাঠ ও নিরপেক্ষ ভেন্যুতে।

বিশ্বকাপের মঞ্চে সাউথ আফ্রিকার-বাংলাদেশ লড়াইটা বেশ জমজমাট। পরিসংখ্যান বলছে সমানে সমান লড়েছে দুদল, পিছিয়ে নেই কেউই। চারবারের দেখার ২টি করে জয় পেয়েছে দল দুটি।

২০০৩ সালে ওয়ানডে বিশ্বকাপে প্রথম দেখায় সাউথ আফ্রিকার কাছে ১০ উইকেটে হারে বাংলাদেশ। চার বছর পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বিশ্বকাপে জয় তুলে নেয় হাবিবুল বাশারের দল। ২০১১ সালে ঘরের মাঠে ২০৬ রানের বড় পরাজয় সঙ্গী হয় সাকিবদের। সেই ম্যাচে সাউথ আফ্রিকার দেয়া ২৮৪ রানের লক্ষ্যে ব্যাটে নেমে ৭৮ রানে গুটিয়ে যায় বিশ্বআসরে সেবারের সহ-আয়োজক বাংলাদেশ।

সবশেষ ২০১৯ সালে ইংল্যান্ডের মাটিতে মাশরাফী বিন মোর্ত্তজার নেতৃত্বে দারুণ জয়ের স্মৃতি রয়েছে বাংলাদেশের। সেই ম্যাচে টাইগারদের ৩৩০ রানের লক্ষ্যে ব্যাটে নেমে ৩০৯ রানে থামে প্রোটিয়াদের ইনিংস। ২৮ রানের জয় পান সাকিব-মুশফিকরা, বিশ্বমঞ্চে সাউথ আফ্রিকার বিপক্ষে যেটি বাংলাদেশের সর্বোচ্চ স্কোর।

২০১৯ বিশ্বকাপে সেই জয়ের পর ওয়ানডেতে বাংলাদেশ-সাউথ আফ্রিকার মুখোমুখিতে জয়-পরাজয়ের হিসেবে এগিয়ে টিম টাইগার্স। ২০২২ সালে প্রোটিয়াদের ঘরে তিন ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে জয় তুলেছিল বাংলাদেশ। শেষ চার ম্যাচের ৩টিতে জয় নিয়ে এগিয়ে আছে সাকিব বাহিনী।

মুম্বাইয়ে এসব সুখস্মৃতি নিয়ে মাঠে নামবে বাংলাদেশ, কিছুটা অস্বস্তিও থাকতে পারে লিটন-শান্তদের। বিশ্বকাপে গত চার ম্যাচে মার্করাম-ডি ককদের পাঁচ সেঞ্চুরির বিপরীতে বাংলাদেশ দলের কেউই কোনো সেঞ্চুরির দেখা পাননি। টাইগারদের সাতটি হাফ সেঞ্চুরির মধ্যে সর্বোচ্চ ৭৬ রানের একটি ইনিংস রয়েছে লিটনের।

সম্পর্কিত পোস্ট