বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ৩০ মাঘ ১৪৩১

কাল দ্বিতীয় ডোজ টিকা পাবেন ৮০ লাখ মানুষ

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২১ | ৩:০৭ অপরাহ্ণ আপডেট: ২৭ অক্টোবর ২০২১ | ৩:০৭ অপরাহ্ণ
কাল দ্বিতীয় ডোজ টিকা পাবেন ৮০ লাখ মানুষ

গণটিকাদান কর্মসূচির আওতায় আগামীকাল বৃহস্পতিবার ৮০ লাখ মানুষকে করোনার দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হবে। স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা বলেছেন, লক্ষ্যমাত্রা পূরণের জন্য সব ধরনের প্রস্তুতি তাঁদের আছে।

এ কর্মসূচিতে সেপ্টেম্বরের ২৮ তারিখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে সারাদেশে একযোগে ৮০ লাখ ৯৩ হাজার ২৩৬ জনকে প্রথম ডোজ টিকা প্রদান করা হয়। আগামীকালের কর্মসূচি ঠিকভাবে পালিত হলে প্রায় তিন কোটি মানুষ পূর্ণ দুই ডোজ টিকার আওতায় আসবেন। এর মাধ্যমে দেশের ১৭ শতাংশ মানুষ পূর্ণ দুই ডোজ টিকা পাবেন।

স্বাস্থ্য অধিদপ্তরের করোনার টিকা ব্যবস্থাপনা কমিটির সদস্যসচিব শামসুল হক বলেন, ‘আগামীকাল ৮০ লাখেরও বেশি মানুষকে টিকা দেওয়ার সব ধরনের প্রস্তুতি আমাদের আছে। সব জেলায় টিকা পাঠানো হয়েছে। আশা করি, গত মাসে যাঁরা প্রথম ডোজ পেয়েছিলেন, তাঁরা সবাই কাল দ্বিতীয় ডোজ পাবেন।’

সম্পর্কিত পোস্ট