শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

কাল থেকে টিকা পাবে চবির সকল শিক্ষার্থী

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২১ | ৯:০৭ অপরাহ্ণ আপডেট: ১৬ অক্টোবর ২০২১ | ৯:০৯ অপরাহ্ণ
কাল থেকে টিকা পাবে চবির সকল শিক্ষার্থী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) যে সকল শিক্ষার্থী দেশের বিভিন্নপ্রান্ত থেকে টিকার প্রথম ডোজের জন্য রেজিস্ট্রেশন করেছেন এবং এসএমএস পেয়েছেন তারা সবাই আগামীকাল থেকে চবি কেন্দ্র থেকে টিকা নিতে পারবেন।

শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রবিউল হাসান ভূঁইয়া।

তিনি বলেন, শনিবার থেকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে করোনা ভাইরাসের ভ্যাকসিন দেয়া শুরু হয়েছে। প্রথমদিকে হাটহাজারী কেন্দ্রে যারা করেছে তাদের দেয়ার কথা ছিলো। আগামীকাল থেকে শুধু হাটহাজারী নয় যেকোনো কেন্দ্রে রেজিষ্ট্রেশন করেছে তারা সবাই দিতে পারবে।

এদিকে আজ থেকে বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে টিকাদান কর্মসূচি। শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের জন্য বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এ কার্যক্রম শুরু হয়। আজ সকাল সাড়ে ১০টায় চবি মেডিক্যাল সেন্টারে কার্যক্রমের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের করোনাভাইরাস থেকে সুরক্ষা দিতে বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে এ টিকা কার্যক্রম চালু করা হয়েছে। বিশ্ববিদ্যালয় পরিবারের যারা এখনো টিকা নিতে পারেননি তাদের সকলকে পর্যায়ক্রমে টিকা দেয়া হবে।’

সম্পর্কিত পোস্ট