প্রকাশ: ৬ এপ্রিল ২০২৪ | ৩:২৬ অপরাহ্ণ আপডেট: ৬ এপ্রিল ২০২৪ | ৩:২৬ অপরাহ্ণ
পবিত্র ঈদুল ফিতর ঘনিয়ে আসছে। সবাই নতুন জামা কাপড় ক্রয় এবং সাজসজ্জায় ব্যস্ত সময় পার করছেন। তবে ঈদকে কেন্দ্র করে রঙিন মেহেদি দিয়ে হাত সজ্জিত করার বিষয়ে সতর্ক করেছেন সংযুক্ত আরব আমিরাতের বিশেষজ্ঞরা। তাদের মতে প্রাকৃতিক মেহেদির পরিবর্তে কৃত্রিম মেহেদি শরীরের জন্য ক্ষতিকর।
এক চর্মরোগ বিশেষজ্ঞ সতর্ক করে বলেন, ট্রেন্ডি সাজ বিশেষ করে কালো এবং সাদা মেহেদিতে পাওয়া কৃত্রিম রাসায়নিক ত্বকের ক্ষতি করতে পারে।
খালিজ টাইমসের সাথে কথা বলার সময়, মেডকেয়ার দুবাই-এর ডার্মাটোলজি এবং নন্দনতত্ত্বের বিশেষজ্ঞ ডা. ইমান কোটব বলেন, কালো বা সাদা মেহেদি বলে কিছু নেই। আসল মেহেদি কমলা-বাদামী রঙের। তবে বেশিরভাগ কালো মেহেদি। প্যারা-ফেনাইলেনডিয়ামাইন নামে পরিচিত একটি রাসায়নিক থেকে তৈরি করা হয়, যা চুলের রঞ্জকগুলিতে পাওয়া যায়।