প্রকাশ: ২৬ মার্চ ২০২২ | ১:৪৪ অপরাহ্ণ আপডেট: ২৬ মার্চ ২০২২ | ১:৪৪ অপরাহ্ণ

একাত্তরের ২৫শে মার্চের ভয়াল কালরাতে বাংলাদেশের নিরীহ মানুষের ওপর পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরোচিত হামলায় শহীদদের স্মরণে ও তাদের আত্মার শান্তি কামনায় মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশন।
যশোরের মুজিব সড়কে সংস্থার প্রধান কার্যালয়ে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালিত হয়।
শুক্রবার সন্ধ্যায় সংস্থার প্রধান কার্যালয়ে মোমবাতি জ্বেলে ভয়াল রাতটি স্মরণ করেন উপনির্বাহী পরিচালকসহ সকল কর্মকর্তা-কর্মীবৃন্দ।
এ সময় শহীদদের স্মরণে একমিনিট নীরবতা পালন করা হয় এবং সন্ধ্যায় আলোকসজ্জ্বা বন্ধ রাখা হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানিয়েছে জাগরণী চক্র ফাউন্ডেশন।