বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ৩০ মাঘ ১৪৩১

আবুধাবিতে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ 

‘কারো হঠকারি সিদ্ধান্তে সরকারের অর্জন যেন ম্লান না হয়’

প্রকাশ: ৩ মার্চ ২০২২ | ২:২৫ পূর্বাহ্ণ আপডেট: ৩ মার্চ ২০২২ | ২:২৫ পূর্বাহ্ণ
‘কারো হঠকারি সিদ্ধান্তে সরকারের অর্জন যেন ম্লান না হয়’

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আনিসুল ইসলাম মাহমুদ এমপি বলেছেন, ‘প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। সবাইকে সতর্ক থাকতে হবে, কারো হঠকারি সিদ্ধান্তে বা কোনো সরকারি কর্মকর্তার কারণে সরকারের অর্জনগুলো যেন ম্লান না হয়।’

মঙ্গলবার ( ১ মার্চ) আবুধাবি বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথিদের বক্তব্যে তিনি একথা বলেন।

চট্টগ্রামের হাটহাজারীর এই সংসদ সদস্য আরও বলেন, ‘বিশ্বব্যাপী মহামারি করোনার সময়েও প্রবাসীদের প্রেরিত অর্থ দেশের অর্থনীতিকে মজবুত রেখেছিল। প্রবাসীরা দেশ ও জাতির গর্ব।’

তিনি আশ্বাস দিয়ে বলেন, ‘প্রবাসীদের চলমান সমস্যাগুলো নিয়ে সরকারের উচ্চ পর্যায়ে আলাপ আলোচনা করব।’

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি জামশেদ আহমেদ।

সাধারণ সম্পাদক নাছির উদ্দিনের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন- বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আব্দুছ সামাদ, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবির বাপ্পী, সাংগঠনিক সম্পাদক এস এম আলাউদ্দিন, জমির হোসেন, অর্থ সম্পাদক আবু তাহের, দপ্তর সম্পাদক মোজাম্মেল হোসেন চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক আইয়ুব খাঁন, সাংস্কৃতিক সম্পাদক সজল চৌধুরী প্রমুখ।

এসময় বক্তারা প্রবাসীদের চলমান নানা সমস্যার কথা তুলে ধরেন। বিশেষ করে বক্তারা চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি, চট্টগ্রাম থেকে আবুধাবি ফ্লাইট পুনরায় চালু, বিমানের টিকেটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, হুন্ডিতে নিরুৎসাহিত করতে দূতাবাসের পদক্ষেপ নেওয়া, আমিরাতে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় চালুর বিষয়গুলো গুরুত্ব সহকারে তুলে ধরেন। এ ছাড়া প্রবাসীদের মৃতদেহ সরকারি খরচে বহনের দাবিও করেন তারা।

পরে প্রধান অতিথির হাতে একটি স্বারকলিপি তুলে দেন বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির বাপ্পী।

মতবিনিময় সভায় স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংলাপ/০৩/০৩/০০১/ হাসান

সম্পর্কিত পোস্ট