শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

কামরাঙ্গীরচরে ছাদ থেকে পরে স্যানিটারি মিস্ত্রীর মৃত্যু

প্রকাশ: ৭ জুলাই ২০২২ | ৩:১৯ অপরাহ্ণ আপডেট: ৭ জুলাই ২০২২ | ৩:১৯ অপরাহ্ণ
কামরাঙ্গীরচরে ছাদ থেকে পরে স্যানিটারি মিস্ত্রীর মৃত্যু

রাজধানীর কামরাঙ্গীরচর মুন্সিহাটি এলাকায় একটি নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে ইমন (২০) নামে এক স্যানিটারি মিস্ত্রীর মৃত্যু হয়েছে।

বুধবার (৬ জুলাই) বেলা ১১টার দিকে ওই এলাকার কসাই গলির রুমানের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

ইমনের বাড়ি বরিশাল মুলাদি উপজেলায়। বর্তমানে কামরাঙ্গীরচর হাসান নগর আবু সাইদের ভিটা এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

ইমনের মামা জাহাঙ্গীর আলম জানান, আজ সকালে কসাই গলিতে একটি ৪ তলা ভবনে কাজ করছিলেন ইমন। নাস্তা করে ইমন একাই হাঁটতে ৪ তলার ছাদে উঠেন। কিছুক্ষণ পর সেখান থেকে নিচে পড়ে যান। দেখতে পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক বেলা ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে সকালে বৃষ্টির কারণে ছাদ ভেজা ছিল। এ কারণে অসাবধানতাবশত পা পিছলে নিচে পড়ে গেছেন তিনি।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সম্পর্কিত পোস্ট