সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫, ৩০ পৌষ ১৪৩১

কানাডায় মহান স্বাধীনতা দিবস উদযাপন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের

প্রকাশ: ৩১ মার্চ ২০২২ | ৫:২৩ অপরাহ্ণ আপডেট: ৩১ মার্চ ২০২২ | ৫:২৩ অপরাহ্ণ
কানাডায় মহান স্বাধীনতা দিবস উদযাপন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের

যথাযথ মর্যাদায় বঙ্গবন্ধু ফাউন্ডেশন কানাডায় মহান স্বাধীনতা দিবস উদযাপন করেছে। ৬৯ লেভোবিক এভিনিউর ক্যানবাংলা টিভির অডিটোরিয়ামে আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনা এই দুই পর্বে সাজানো ছিল। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি ড. মো. হুমায়ুন কবির ও সঞ্চালনায় করেন সাধারণ সম্পাদক শেখ জসিম উদ্দিন।

শুরুতেই শহীদদের সম্মানে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়। আলোচনায় অংশগ্রহণ করেন ফাউন্ডেশনের পক্ষে কার্যকরী সদস্য মোহাম্মদ মোতাহার হোসেন, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ নাজমুল হোসেন মনা ও মো. ইলিয়াস মিয়া।

দ্বিতীয় পর্বে সংগঠনের সদস্য বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব আহমদ হোসেনের সঞ্চালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে শিল্পীরা দেশাত্ববোধক ও মুক্তিযুদ্ধের উপর গান পরিবশন করেন। পাশাপাশি স্বাধীনতাকে নিয়ে কবি শামসুর রহমানের লিখা সেই বিখ্যাত কবিতা ‘স্বাধীনতা তুমি’ সহ অন্যান্য কবিতা আবৃত্তি করা হয়।

সঙ্গীত পরিবেশনায় ছিলেন শিরিন হক ও অন্যান্যরা। আবৃত্তিতে ছিলেন আহমেদ হোসেন, আনিসা লাকি, হিমাদ্রী রায় ও মানবী মৃধা। অনুষ্ঠানের এক পর্যায়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, হাই-কমিশনার ড. খলিলুর রহমান ও কনস্যুল জেনারেল মো. লুৎফর রহমান উপস্থিত হয়ে সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি ড. এ এম এম তোহা, আব্দুল এসবিএম হামিদ, সাংগঠনিক সম্পাদক জহির আহমেদ (জনু), সাংস্কৃতিক অনুপ সেনগুপ্ত, কোষাধ্যক্ষ রাজু আহমেদ, দপ্তর সম্পাদক মৃনাল কান্তি তালুকদার, সদস্যবৃন্দ অনুশ্রী বড়ুয়া, হেলাল উদ্দিন, নওশাদ উদ্দিন রতন। কানাডা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোরশেদ আহমেদ মুক্তা, অন্টারিও আওয়ামী লীগের সহ-সভাপতিবৃ্ন্দ আবু হেনা কোরায়েশী, ফায়জুল করিম, প্রকৌশলী নওশের আলী, দপ্তর সম্পাদক খালেদ শামীম ও সদস্য সাদ্দাম।

এছাড়াও অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন রোটারিয়ান ফরিদ সিদ্দীকি ও প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম, সৈকত বড়ুয়া, ডিএসএম ফেরদৌস, মাহফুজ জুনায়েদ, সেলিনা চৌধুরী, শিরিন চৌধুরী, সুমিতা সেনগুপ্তা, ফারহানা খান, লিটন আলম ও রেশমা আলম প্রমুখ।

সংলাপ-৩১/০৩/০০৫/আ/আ

সম্পর্কিত পোস্ট