শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫, ১১ মাঘ ১৪৩১

কানাডার ব্রাম্পটন সিটি হলে বাংলাদেশের পতাকা উত্তোলন

প্রকাশ: ২৮ মার্চ ২০২২ | ৪:২০ অপরাহ্ণ আপডেট: ২৮ মার্চ ২০২২ | ৪:২০ অপরাহ্ণ
কানাডার ব্রাম্পটন সিটি হলে বাংলাদেশের পতাকা উত্তোলন

গত কয়েক বছরের ধারবাহিকতায় এবারও বাংলাদেশের ৫২তম স্বাধীনতা দিবসে ব্রাম্পটন সিটি হলে বাংলাদেশের পতাকা উড়েছে। ব্রাম্পটন বাংলাদেশি কমিউনিটি সার্ভিস (বিবিসিএস) এর আয়োজনে এই পাতাকা উত্তোলন অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করে সিটি অফ ব্রাম্পটন। শীতের কনকনে ঠান্ডা, বরফ শীতল বৃষ্টি উপেক্ষা করে ব্রাম্পটন ও আশেপাশের শহরের প্রায় দুইশতাধিক বাংলাদেশি অনুষ্ঠানে অংশ নেন।

বাংলাদেশের পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন সিটি অফ ব্রাম্পটন এর মেয়র পেট্রিক ব্রাউন। এইসময় ডেপুটি মেয়র প্যাট ফরটিনি, কাউন্সিলর গুরপ্রিত ডিলন।

অন্যান্যের মধ্যে কানাডা সরকারের মন্ত্রী এবং লিবারেল পার্টির এম.পি কমল খেরা, এম.পি সোনিয়া সিধু, এম.পি রুবী সোহাতা এবং ওন্টারিও পার্লামেন্ট এর বিরোধীদলীয় ডেপুটি লিডার এম.পি.পি সারা সিং উপস্থিত ছিলেন।

বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন শেষে মেয়র ব্রাউন তার শহরে বাংলাদেশিদের সামাজিক ও অর্থনৈতিক অবদানের কথা উল্লেখ করেন। বাংলাদেশি খাবার এবং সংস্কৃতির প্রশংসা করে তিনি বলেন, অতীতের মতো ভবিষ্যতেও তিনি ও তার সিটি সবসময় বাংলাদেশিদের পাশে থাকতে গর্ববোধ করবে।

বিবিসিএস এর পক্ষ থেকে অনুষ্ঠানে শিশুদের জন্য ফেস পেইন্টিং, বেলুন, চকোলেট এবং সবার জন্য নানা ধরনের নাস্তা-কফির ব্যবস্থা করা হয়। বিবিসিএস এর পক্ষ আমন্ত্রিত সকল অতিথিদের বাংলাদেশের পতাকার ডিজাইন করা স্কার্ফ উপহার দেওয়া হয় যা পেয়ে তারা উচ্ছ্বাসিত হন আগ্রহ নিয়ে পরিধান করেন।

সংলাপ-২৮/০৩/০০৭/আ/আ

সম্পর্কিত পোস্ট