বেশ কয়েক বছর ধরে ফুটবলে নতুনত্ব আনার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। এছাড়াও চার বছরের জায়গায় দুই বছর পর পর বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনাও ছিল আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফার।
যদিও ওই ভাবনাকে অনেকে বাড়াবাড়ি মনে করছেন। ফিফাও সমালোচনার মুখে এমন ভাবনা থেকে আপাতত সরে এসেছে। এরই মধ্যে নতুন আলোচনা- ৯০ মিনিটের ম্যাচ হবে ১০০ মিনিট!
গুঞ্জন উঠেছে কাতার ২০২২ বিশ্বকাপ থেকেই এমন নিয়ম দেখা যেতে পারে। কেননা নির্ধারিত সময় ১০ মিনিট বাড়িয়ে ফুটবল ম্যাচ আয়োজনের ভাবনাটা নাকি এসেছে খোদ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনোর মাথা থেকে। ইতালিয়ান সংবাদ মাধ্যম ‘কোরিয়েরে দেলো স্পোর্তে’ দাবি করেছে এমনটা।
তবে এই পরিকল্পনা বাস্তবায়ন হতে হলে সেটা অনুমোদন পেতে হবে আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডে, ফুটবলের যে কোনো নিয়ম বদলানোর ক্ষমতাটা তাদের হাতেই।
যদি অনুমোদন পেয়ে যায়, তবে আসন্ন বিশ্বকাপেই ১০০ মিনিটের ফুটবল ম্যাচ উপভোগ করতে পারবেন দর্শক-সমর্থকরা। দুই অর্ধে তখন থাকবে ৫০ মিনিট করে।
তবে আপাতত এমন কোনো পরিবর্তন আসছে না ফুটবল ম্যাচের দৈর্ঘ্যে। বিশ্বব্যাপী সংবাদমাধ্যমে এই গুঞ্জন ছড়িয়ে পড়ার পর আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে বিষয়টি পরিষ্কার করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
এক টুইটবার্তায় তারা লিখেছে, ‘আজ (বুধবার) প্রকাশিত কিছু প্রতিবেদন ও গুঞ্জনের প্রেক্ষিতে ফিফা জানাতে চাচ্ছে যে, ২০২২ সালের কাতার বিশ্বকাপ কিংবা অন্য কোনো প্রতিযোগিতায় ম্যাচের দৈর্ঘ্যে কোনো পরিবর্তন আনা হবে না।’
সংলাপ-০৭/০৪/০০৭/আ/আ