রোববার রাতে ম্যানচেস্টার ইউনাইডেটের বিপক্ষে অ্যাস্টন ভিলার স্কোয়াডে ছিলেন না ফিলিপে কুতিনহো। ম্যাচে ম্যানইউর বিপক্ষে ৩-১ গোলের জয়ের পর অ্যাস্টন ভিলার কোচ জানান চোটের কারণে স্কোয়াড়ে ছিলেন না কুতিনহো।
অনুশীলনে ঊরুর পেশিতে চোটে পড়েন তিনি। ফলে অন্তত ৯ থেকে ১০ সপ্তাহের জন্য বিশ্রামে থাকতে হবে তাঁকে। ফলে কাতার বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন কুতিনহো। অবশ্য এতে সহজ হয়ে গেছে ব্রাজিলের কোচ তিতের জন্য। কারণ সাম্প্রতিক তাঁর পারফরম্যান্স ভালো ছিল না।
জানুয়ারিতে দলবদলে বার্সেলোনা থেকে ধারে অ্যাস্টন ভিলায় এসেছেন। ২০২১-২২ মৌসুমের বাকি অংশে ১৯ ম্যাচে গোল করেছেন ৫টি। আর নতুন মৌসুমে স্থায়ীভাবে দলভুক্ত হন কুতিনহো।
চলতি মৌসুমে এ পর্যন্ত ১৩ ম্যাচ খেলেও গোলশুন্য তিনি। এ ছাড়া গোলের সহায়তাতেও নেই তার নাম। অনেকে ফর্মহীনতার কারণে ম্যানইউর বিপক্ষে স্কোয়াড থেকে বাদ পড়েছেন ধারণা করলেও নতুন কোন উনাই এমেরি জানান চোটে পড়েছেন কুতিনহো।
অ্যাস্টন ভিলা কোচ উনাই এমেরি বলেন,(কুতিনহো) চোটে আক্রান্ত। আমি জানি না, কত দিন মাঠের বাইরে থাকতে হবে। তবে বিশ্বকাপ বিরতির পর খেলা শুরুর আগপর্যন্ত খেলতে পারবেন না। চোটটা পেশির। দীর্ঘ সময়ের জন্যই মাঠের বাইরে থাকতে হবে।
২০১৮ বিশ্বকাপে অন্যতম সেরা সেরা ফুটবলার ছিলেন কুতিনহো। গ্রুপ পর্বে সুইজারল্যান্ড ও কোস্টারিকার বিপক্ষে গোলও করেছিলেন। তবে এবার চোটের কারণে ছিটকে গেলেন। কুতিনহোর পরিবর্তে ব্রাজিলের বিশ্বকাপ দলে জায়গা পেতে পারেন ফ্ল্যামেঙ্গোতে খেলা এভারটন রিবেইরো।
২০ নভেম্বর কাতার বিশ্বকাপ শুরু হলেও, ব্রাজিলের প্রথম ম্যাচ ২৪ নভেম্বর। গ্রুপ জিতে সার্বিয়ার বিপক্ষে লড়বে সেলেসাওরা। অপর দুই প্রতিপক্ষ সুইজারল্যান্ড (২৮ নভেম্বর) ও ক্যামেরুন (২ ডিসেম্বর)।