মহামারী করোনা ভাইরাসের কারণে পরস্পর বিচ্ছিন্ন, বিপর্যস্ত ও হতোদ্যম কাতার প্রবাসীদের মাঝে নানা বিধিনিষেধ ওঠে যাওয়ায় রমজানের শুরুতেই একসাথে তারাবিহ ও ইফতার করতে পেরে প্রবাসীদের মধ্যে প্রাণোচ্ছ্বাস দেখা যায়। এরই অংশ হিসেবে সপ্তম রমজানে গোল্ডেন ওশেন হোটেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আই.ই.বি) কাতার চ্যাপ্টার আয়োজিত ইফতার মাহফিল প্রবাসীদের মিলনমেলায় পরিণত হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ হাফিজ উদ্দিন ঢালীর সার্বিক ব্যবস্থাপনায় ও ভাইস চেয়ারম্যান প্রকৌশলী বি.এম কামাল হোসেনের সঞ্চালনায় আয়োজিত এতে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান গাজী মোহাম্মদ বদরুদ্দোজা।
প্রধান অতিথি ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো: জসিম উদ্দিন এনডিসি। বিশেষ অতিথি ছিলেন হাফেজ মাওলানা ফরিদ আহমদ।
এসময় প্রকৌশলী ড.কাজী মঞ্জুর খোদা ও প্রকৌশলী ওবায়দুর রহমানকে সম্মাননা জানিয়ে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রকৌশলীদের মধ্যে উপস্থিত ছিলেন মাহমুদুল হাসান, মোঃ সাইফুল ইসলাম, আনসার আলি মণ্ডল, শামসুর রাহমান, আনোয়ার হোসেন মল্লিক, আব্দুল আলিম, মনছুরুল কবীর মুন্সি, ইঞ্জিনিয়ার আব্দুল আওয়াল। এ ছাড়া বাংলাদেশ দূতাবাসের দূতালয় প্রধান কাউন্সিলর মাহবুবুর রহমান, আই.ই.বি’র সাবেক চেয়ারম্যান প্রকৌশলী সফিকুল ইসলাম, জালাল আহমদ, বাংলাদেশ কমিউনিটির সভাপতিমণ্ডলীর সদস্য সফিকুল ইসলাম তালুকদার বাবু, বাংলাদেশ লেখক-সাংবাদিক অ্যাসোসিয়েশন কাতারের সভাপতি আমিনুল হক সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।