বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১

কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত তিন শিক্ষার্থীর জন্য দোয়া মাহফিল

প্রকাশ: ২ এপ্রিল ২০২২ | ৪:৩৩ অপরাহ্ণ আপডেট: ২ এপ্রিল ২০২২ | ৪:৩৩ অপরাহ্ণ
কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত তিন শিক্ষার্থীর জন্য দোয়া মাহফিল

কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত তিন শিক্ষার্থীর রুহের আত্মার মাগফেতা কামনা করে দোয়া ও মাহফিলের আয়োজন করেছে কাতার আওয়ামী লীগ।

কাতার আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম তালুকদার বাবুর সভাপতিত্বে মাহফিল পরিচালনা করেন সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন মোল্লা।

এ সময় উপস্থিত ছিলেন উপদেষ্টা প্রবীণ মুরুব্বি বোরহান উদ্দিন শরীফ, ফরিদুল হক, মাহবুবুর রহমান চৌধুরী, নুরুল আলম, আল আমিন খান, মশিউল রহমান মিঠু, হারাধন শীল ও সাংগঠনিক সম্পাদক আল আমিন খান।
নিহতদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করে মাওলানা ইউসুফ নূর।

উল্লেখ্য, গত ২৬ মার্চ রাতে তিন শিক্ষার্থীর গাড়ির চাকা নষ্ট হয়ে যাওয়ায় রাস্তার মধ্যে রেখেই তারা ঠিক করছিলেন। তখন হঠাৎ করে দ্রুতগামী একটি গাড়ি তাদের গাড়িটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একজন মৃত্যুবরণ করেন। গুরুতর আহত দুইজনকে হাসপাতালের নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

নিহতরা হলেন, কাতার প্রবাসী বাংলাদেশি সিলেটের ইকবাল আহমেদের ছেলে আহমেদ সাফওয়ান (২১), চট্টগ্রামের নুরুল ইসলামের ছেলে ইসরান (২২) ও ফেনীর ফজলুল হকের ছেলে আজহারুল হক জয় (২২)। তিন তরুণই মা-বাবাসহ সপরিবারে কাতারে বসবাস করতেন

সংলাপ-০২/০৪/০০৪/আ/আ

সম্পর্কিত পোস্ট