মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১

কাতারে রোমানা হাইপার মার্কেট উদ্বোধন

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২২ | ৬:৪৪ অপরাহ্ণ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২২ | ৬:৪৪ অপরাহ্ণ
কাতারে রোমানা হাইপার মার্কেট উদ্বোধন

কাতার রাজধানীর দোহা থেকে ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত সালোয়া রোডে রুজা রাশেদ এলাকায় উদ্বোধন হয়েছে বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান রুমানা হাইপার মার্কেটের দ্বিতীয় শাখা।

গত ২৪ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) কাতারি স্পন্সর সাঈদ সালেম হাজরীকে সঙ্গে নিয়ে ফিতা কেটে উদ্বোধন করেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী মো. আবু জাহের বাবুল।

এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ ইরফান, মোহাম্মদ আলী, রাসেল চৌধুরী মিন্টু, শাহ জালাল লিটন, লোকমান হোসেন, মোহাম্মদ খায়রুল ওয়ারা ভূইয়া, মুক্তা, রনি, ইনসান, ইরফান, কামরুল, মাসুদসহ বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ।

বাংলাদেশি উদ্যোক্তা আবু জাহের বাবুল বলেন, ২০২২ কাতার বিশ্বকাপকে ঘিরে প্রতিনিয়ত ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ হচ্ছে দেশটিতে। ভারতীয়দের সঙ্গে পাল্লা দিয়ে প্রতিযোগিতায় কোন অংশে পিছিয়ে নেই প্রবাসী বাংলাদেশিরা। সেই সাথে কাতারে পুনরায় বাংলাদেশের ভিসা চালুর দাবি জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।

সংলাপ ২৮/০২/০১২ আজিজ

সম্পর্কিত পোস্ট