সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১

কাতারে রাষ্ট্রদূত জসিম উদ্দিনকে বিদায় সংবর্ধনা

প্রকাশ: ২২ অক্টোবর ২০২২ | ৮:০৮ অপরাহ্ণ আপডেট: ২২ অক্টোবর ২০২২ | ৮:০৮ অপরাহ্ণ
কাতারে রাষ্ট্রদূত জসিম উদ্দিনকে বিদায় সংবর্ধনা

কাতারে নিযুক্ত রাষ্ট্রদূত জসিম উদ্দিনকে বিদায় সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ব্যাডমিন্টন সোসাইটি কাতার। গত ২১ অক্টোবর (শুক্রবার) দূতাবাসে বিদায়ী রাষ্ট্রদূত মো. জসিম উদ্দিনের শুভেচ্ছা স্মারক উপহার তুলে দেন সংগঠনের সভাপতি আলমগীর হোসেন আলীসহ অন্যান্যরা।

দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জসিম উদ্দিন ব্যাডমিন্টন প্রতিযোগীতার বাৎসরিক জার্সি উন্মোচন করেন।

এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম, সহ-সভাপতি শিক্ষক তাফসীর উদ্দিন, সহ-সভাপতি আমিনুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক আশফাক উদ্দীন মামুন, অর্থ সম্পাদক ইঞ্জিনিয়ার বশির আহমেদ, সাংগঠনিক সম্পাদক রহমত উল্লাহ ফারিয়াজ, তৌহিদুল ইসলাম, কায়সার আহমেদ,শাহ আলম খাঁন প্রমুখ।

রাষ্ট্রদূত বলেন, কাতারে ফুটবল বিশ্বকাপের পাশাপাশি দেশটিতে খেলাধুলার বিস্তার লক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করছে কাতার। তাই বাংলাদেশ ব্যাডমিন্টন সোসাইটির উদ্যোগে তরুণ-যুবকদের খেলাধুলায় মনোনিবেশ করার জন্য আরো বেশি সোচ্চার থাকার আহবান জানিয়েছেন।

উল্লেখ্য কাতারে বসবাসরত বাংলাদেশীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির লক্ষে প্রতিবছর এই ব্যাডমিন্টন প্রতিযোগীতার আয়োজন করা হয়। তারই ধারাবাহিকতায় আগামী ২২ ও ২৩ ডিসেম্বর ২০২২ “কাতারের জাতীয় দিবস ও বাংলাদেশের মহান বিজয় দিবস ব্যাডমিন্টন প্রতিযোগীতা-২০২২” অনুষ্ঠিত হবে। পুরুষ দ্বৈত এ, বি, সি, পুরুষ একক উন্মুক্ত, বয়োজেষ্ঠ্য (৪০ বছরের উর্দ্ধে) ও বালক (অনুর্দ্ধ ১৭ বছর) এই ৬টি বিভাগে প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে।

প্রতিযোগীতায় সর্বমোট প্রাইজমানি ধরা হয়েছে সাত হাজার (৭,০০০) রিয়্যাল ও আকর্ষণীয় ট্রফি। এছাড়াও প্রতিযোগীতায় অংশগ্রহনকারী প্রত্যেক খেলোয়াড়কে আকর্ষণীয় জার্সি ফ্রী দেয়া হবে।

সম্পর্কিত পোস্ট