মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১

কাতারে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রবাসীদের ইফতার মাহফিল

প্রকাশ: ২০ এপ্রিল ২০২২ | ৮:০৩ অপরাহ্ণ আপডেট: ২০ এপ্রিল ২০২২ | ৮:০৩ অপরাহ্ণ
কাতারে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রবাসীদের ইফতার মাহফিল

পবিত্র রমজান উপলক্ষে বাংলাদেশ কমিউনিটির সম্মানে কাতারে রাজধানী দোহার আসিয়ানা হোটেলে ইফতার ও দোয়া মাহফিলের আয়াজন করে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রবাসীবৃন্দ।

শিক্ষক মোহাম্মদ তাফসির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপত্বি করেন মোঃ জসিম উদ্দিন আহমেদ দুলাল। প্রধান অতিথি ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ জসিম উদ্দিন।

অনুষ্ঠান শুরুতেই ধর্মীয় আলোচনা ও দোয়া পরিচালনা করেন মাওলানা ইউসুফ নূর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কমিউনিটির সভাপতি প্রকৌশলী আনোয়ার হোসেন আকন ও বাংলাদেশ স্কুল ও কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিনুল হক।

এসময় উপস্থিত ছিলেন দূতাবাসের কাউন্সিলর মাহবুর রহমান, বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার  মোহাম্মদ ইলিয়াস, দূতাবাসের তৃতীয় সচিব নাছির উদ্দিন, বাংলাদেশ কমিউনিটির উপদেষ্টা মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরী ও এস এম ফরিদুল হক সহ কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও গণমাধ্যম ব্যক্তিত্ব ও সুধীজন।
 
ইফতার ও নৈশভোজের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সম্পর্কিত পোস্ট