মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১

কাতারে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

প্রকাশ: ২৯ মার্চ ২০২২ | ৩:২১ অপরাহ্ণ আপডেট: ২৯ মার্চ ২০২২ | ৩:২১ অপরাহ্ণ
কাতারে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

বাংলাদেশ ব্যাডমিন্টন সোসাইটি কাতার (বিবিএসকিউ) দেশটিতে বসবাসরত খেলাধুলা-প্রিয় বাংলাদেশিদের সুস্বাস্থ্যের জন্য ও পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত ব্যাডমিন্টন প্রতিযোগিতার আয়োজন করে থাকে। এরই ধারাবাহিকতায় কাতারে আল-তুমামায় অবস্থিত আমেরিকান একাডেমি স্কুলের ইনডোরে অনুষ্ঠিত হয়ে গেল “বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস ব্যাডমিন্টন প্রতিযোগিতা-২০২২”।

পুরুষ দ্বৈত এ, বি, সি, পুরুষ একক উন্মুক্ত, বয়োজেষ্ঠ্য (৪০ বছরের ঊর্ধ্বে) ও বালক (অনূর্ধ্ব ১৭ বছর) এই ৬টি বিভাগে কাতারে বসবাসরত সর্বমোট ১১০ জন বাংলাদেশি খেলোয়াড় অংশগ্রহণ করেন। পুরুষ একক উন্মুক্ত বিভাগে চ্যাম্পিয়ন হন শাহান এবং রানারর্স-আপ হন শাহাদাৎ।

পুরুষ দ্বৈত এ বিভাগে চ্যাম্পিয়ন হন ইউসুফ বাবু ও নাজিম জুটি এবং রানারর্স-আপ হন ওবায়েদুর রহমান ও শাহান জুটি। পুরুষ দ্বৈত বি বিভাগে চ্যাম্পিয়ন হন জাভেদ ও রশিদ জুটি এবং রানারর্স-আপ হন আমিনুল হক চৌধুরী ও শাহান জুটি। পুরুষ দ্বৈত সি বিভাগে চ্যাম্পিয়ন হন জাহিদ ও নাহিদ জুটি এবং রানারর্স-আপ হন আকতার ও আল-আমীন জুটি। বালক অনূর্ধ্ব ১৭ বয়সের চ্যাম্পিয়ন হন সিয়াম ও রাহাত জুটি এবং রানারর্স-আপ হন ফায়জান ও মাহি জুটি।

প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিন, এনডিসি। সংগঠনের সভাপতি আলমগীর হোসেন আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের দূতালয় প্রধান এবং কাউন্সেলর (রাজনৈতিক ও অর্থনৈতিকবিষয়ক) মাহবুর রহমান, বিবিএসকিউ সভাপতি ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন আকন, বীর মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরী, আব্দুল মতিন পাটোয়ারী, ড. আনোয়ারুল হাসান, জসিম উদ্দিন দুলাল,শাহ আলম খান, ইয়াসিন পাশা। এ ছাড়া অনুষ্ঠানে বাংলাদেশ দূতাবাসের সকল ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সংগঠনের প্রবীণ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

কাতারে বসবাসরত সব বাংলাদেশির প্রতি বাংলাদেশ ব্যাডমিন্টন সোসাইটি আহবান জানায় যে, আপনারা কাজের ফাঁকে সুস্বাস্থ্যের জন্য নিয়মিত খেলাধুলা করুন এবং বাংলাদেশের সুনাম ক্ষুণ্ন হয় এরূপ কার্যক্রম থেকে নিজেকে বিরত রাখুন।

সংলাপ-২৯/০৩/০০১/আ/আ

সম্পর্কিত পোস্ট