রবিবার, ৬ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১

কাতারে বাংলাদেশ ফ্রেন্ডস ক্লাবের ইফতার মাহফিল

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২২ | ৫:০০ অপরাহ্ণ আপডেট: ২৭ এপ্রিল ২০২২ | ৫:০০ অপরাহ্ণ
কাতারে বাংলাদেশ ফ্রেন্ডস ক্লাবের ইফতার মাহফিল

কাতারে বাংলাদেশ ফ্রেন্ডস ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল দোহার প্লাজা ইন হোটেলে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি মো. মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জসিম উদ্দিন।

সাধারণ সম্পাদক ওবায়দুল রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কমিউনিটির সভাপতি ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন আকন।

এতে বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও সংগঠনের প্রধান উদ্যোক্তা ইকবাল আহমেদ রনি, সাবেক সভাপতি গোলাম ছারওয়ার মিশু, সিনিয়র সহসভাপতি বাবুল গাজি, সহসভাপতি ইএম আকাশ, সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিন,অনুষ্ঠানের আহবায়ক ও সংগঠনের সিনিয়র যুগ্ম সম্পাদক গোলাম কিবরিয়া বাবু।উক্ত অনুষ্ঠানে আহবায়ক কমিটিতে দায়িত্ব পালন করেন যথাক্রমে রাহেল মাহমুদ,গোলাম মোস্তফা হিরো, প্রিন্স মাহমুদ জুয়েল, সহিদ হোসেন, ওমর শরীফ টিটু, আশিক আহমেদ প্রমূখ।

ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বাংলাদেশ ফ্রেন্ডস ক্লাবের সকল সদস্য এবং কাতার কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন।

এতে প্রধান অতিথি তার বক্তব্যে বাংলাদেশ ফ্রেন্ডস ক্লাব কাতারকে শক্তির প্রকাশ এবং অত্যন্ত সুশৃঙ্খল সংগঠন বলে অভিহিত করেন। তাছাড়া তিনি প্রবাসী বাংলাদেশিদের কাতারের আইন মেনে চলার আহ্বান জানান।

সম্পর্কিত পোস্ট