করোনার সঙ্গে লড়াই করা প্রবাসী ব্যবসায়ীরা সম্প্রতি আবারও ঘুরে দাঁড়ানো চেষ্টা করছে। এরই অংশ হিসেবে কাতারের শিল্পনগরী সানাইয়ার এশিয়ান টাউনের প্লাজামলে বাংলাদেশি মালিকানাধীন ‘ফেমাস ট্রাভেলস অ্যান্ড ট্যুরস’ এর যাত্রা শুরু হয়েছে।
১৬ নভেম্বর সন্ধ্যায় তরুণ প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ নূরুল আলমের মালিকানাধীন দ্বিতীয় ট্রাভেলসের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাতারে নিযু্ক্ত বাংলদেশের রাষ্ট্রদূত মো: জসিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন কোম্পানির স্পন্সর মোহাম্মদ আলী তালেব আল মাররি ও বাংলাদেশ কমিউনিটির সভাপতি প্রকৌশলী আনোয়ার হোসেন আকন।
মইনুল হাসানের পরিচালনায় মাওলানা ওমর ফারুকের পবিত্র কোরআন থেকে তেলাওয়োতের পর ফিতা কেটে উদ্বোধন ঘোষণা করেন মান্যবর রাষ্ট্রদূত।
এ সময় অন্যান্য অতিথিদের মধ্যে বাংলাদেশ দূতাবাসের সামরিক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসেন, দূতাবাসের শ্রম কাউন্সিলর ড. মোস্তাফিজুর রহমান, দূতালয় প্রধান মাহবুবুর রহমান, মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠানটি প্রবাসী বাংলাদেশিদের একমাসের বিশেষ মূল্যছাড়ের ঘোষণা দিয়েছে। বাংলাদেশি উদ্যোক্তা হিসেবে এগিয়ে চলার পথে কাতার প্রবাসী সকল বাংলাদেশিদের সার্বিক সহযোগিতা ও পরামর্শ কামনা করেন প্রতিষ্ঠানের উদ্যোক্তা মোহাম্মদ নূরুল আলম।