সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১

কাতারে প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া অনুষ্ঠিত

প্রকাশ: ১০ এপ্রিল ২০২২ | ৯:১৩ অপরাহ্ণ আপডেট: ১০ এপ্রিল ২০২২ | ৯:১৩ অপরাহ্ণ
কাতারে প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া অনুষ্ঠিত

পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতারের আয়োজন করেছে কাতারে অবস্থিত বাংলাদেশ প্রেসক্লাব। শনিবার (৯ এপ্রিল) স্থানীয় সময় রাজধানী দোহা নাজমায় একটি রেস্টুরেন্টে এ দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি ইউসুফ পাটোয়ারী লিংকনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ শামীমের সঞ্চালনায় পবিত্র মাহে রমজানের তাৎপর্য ও দ্বীনি বিষয়ে আলোচনা করেন কাতার ধর্ম মন্ত্রণালয়ের পেশ ইমাম এবং আল নূর কালচারাল সেন্টারের নির্বাহী পরিচালক মাওলানা ইউসুফ নূর।

এইসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাতার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু রায়হান, কাতার বঙ্গবন্ধু পরিষদ সভাপতি হাজী হাসান মাবুদ, কাতার সেচ্ছাসেবক লীগ সভাপতি আবুল কাশেম সরকার।

আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ কমিউনিটি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী অধ্যাপক বাবু তপন মহাজন, শাহ আলম খান, মাহবুব আলম, এম এম নূর, বাবু হারাধন শীল, মশিউর রহমান মিঠু, মো. মিঠু, মোজাম্মেল হোসেন সোহাগ, এসকে শফিক, আশরাফুল ইসলাম, মো. নাছির উদ্দীন চৌধুরী, মো. ফখরুল, এম এ মান্নান, মো. মানিক চৌধুরী, মো. রহিম পারভেজ।

উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব কাতারের সংগঠনের সাংগঠনিক সম্পাদক আহসান উল্লাহ সজীব, দপ্তর সম্পাদক খন্দকার সাদ্দাম হোসেনসহ অনেকে।

ইফতারে আগ মুহূর্তে প্রবাসে থাকা সব প্রবাসী বাংলাদেশিসহ মুসলিম উম্মাহের প্রতি রহমত, বরকত ও মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

সম্পর্কিত পোস্ট