বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

কাতারে প্রথমবারের মতো বাংলাদেশীদের ঈদুল আজহার জামাত

প্রকাশ: ৯ জুলাই ২০২২ | ৫:৩৫ অপরাহ্ণ আপডেট: ৯ জুলাই ২০২২ | ৫:৩৫ অপরাহ্ণ
কাতারে প্রথমবারের মতো বাংলাদেশীদের ঈদুল আজহার জামাত

সৌদি আরবের সঙ্গে মিল রেখে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে উদযাপিত হয়েছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। কাতারে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে প্রথমবারের মতো বাংলাদেশ এমএইচএম স্কুল এন্ড কলেজ মাঠে শনিবার (৯ জুলাই) স্থানীয় সময় সকাল ৫টা ৫ মিনিটে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদুল আজাহার জামাত।

দল মত নির্বিশেষে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কলেজ প্রাঙ্গণ প্রবাসীদের মিলন মেলায় পরিণত হয়। ঈদের জামাতে উপস্থিত হয়ে সবাইকে ঈদের শুভেচ্ছা জানান কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিন এনডিসি, বাংলাদেশ কমিউনিটির সভাপতি প্রকৌশলী আনোয়ার হোসেন আকন, কলেজের পরিচালক খুরশিদ আনোয়ার ও অধ্যক্ষ মো: জুলফিকার আজাদ।

ঐতিহাসিক এ ঈদ জামাতে খুৎবা দেন ও ইমামতি করেন বাংলাদেশী খ্যাতিমান আলেম মুফতি ফরিদ আহমদ।
বাংলাদেশ কমিউনিটির সর্বস্তরের প্রবাসী বাংলাদেশীরা ঈদের জামাতে যোগ দেন এবং পরস্পর ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।

কাতারের ৫৮৮ টির বিভিন্ন মসজিদ ও ঈদগাহ মাঠে এবারের ঈদের জামাত একই সময়ে অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে কুশল বিনিময় ও ঈদের শুভেচ্ছা জানান প্রবাসী বাংলাদেশিরা।

সম্পর্কিত পোস্ট