মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১

কাতারে করোনাকালে অবদান রাখা প্রবাসীদের গণসংবর্ধনা

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২১ | ১০:৪৯ অপরাহ্ণ আপডেট: ১৭ অক্টোবর ২০২১ | ১০:৫০ অপরাহ্ণ
কাতারে করোনাকালে অবদান রাখা প্রবাসীদের গণসংবর্ধনা

করোনাকালীন সময় প্রবাসী বাংলাদেশিদের ঘরে ঘরে খাদ্য সরবরাহে অবদান রাখায় সম্প্রতি কাতারস্থ বাংলাদেশ দূতাবাস কিছু প্রবাসীদের সম্মননা প্রদান করে। তাদের মধ্য থেকে কমিউনিটির উল্লেখযোগ্য ব্যক্তিদের এবার গণসংবর্ধনা দিয়েছে প্রবাসী যুব কল্যাণ ফেডারেশন কাতার।

কাতারের রাজধানী দোহা নাজমা শালিমার ইস্তাম্বুল রেস্টুরেন্টে এই গণ সংবর্ধনার আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি আনোয়ার হোসেন মামুনের পরিচালনায় ও উদযাপন কমিটির আহবায়ক ইউসুফ পাটোয়ারী লিংকনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরী।

শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন নুরে আলম জাহাঙ্গীর। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক কাজী মো. শামীম।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, মহামারি করোনাভাইরাসের শুরুর দিকে প্রতিটি মানুষ ভয় ও উৎকন্ঠার মধ্যে জীবনযাপন করেছেন। এতে মানুষ একে অপর থেকে দূরে সরে গিয়েছিল। এ ছাড়া পুরো পৃথিবী প্রায় থমকে গেছে। অনেকে তাদের পরিবার ও আত্মীয় স্বজন হারিয়েছেন। তবে বর্তমানে করোনা টিকা গ্রহণ প্রয়োগ শুরু হওয়ায় পুরো পৃথিবী পুনরায় প্রাণ ফিরে পাচ্ছে।

অনুষ্ঠানে গণসংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রাপ্তরা হলেন- বীর মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরী, সৈয়দ আনা মিয়া, জসীম উদ্দিন দুলাল, এনটিভি প্রতিনিধি ও লেখক সাংবাদিক অ্যাসোসিয়েশন কাতার এর সভাপতি একেএম আমিনুল হক, হাজী মোহাম্মদ বাসার সরকার, আবুল কাসেম, মাহবুব রহমান চৌধুরী বাবু, মোহাম্মদ নজরুল ইসলাম, এম এম নুরু, ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাহেদুল ইসলাম, এবিএম দিদারুল আলম আরজু, মোল্লা মোহাম্মদ রাজ রাজিব, শাহ আলম খান, মোহাম্মদ রিপন মিয়া, সাইফুর রহমান সবুজ, মাসুদ রানা।

সম্পর্কিত পোস্ট