সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১

কাতারে আলনূর কালচারাল সেন্টারের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

প্রকাশ: ২৭ মার্চ ২০২২ | ৯:৫৫ অপরাহ্ণ আপডেট: ২৭ মার্চ ২০২২ | ৯:৫৫ অপরাহ্ণ
কাতারে আলনূর কালচারাল সেন্টারের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

স্বাধীনতার ৫১তম বার্ষিকী উপলক্ষ্যে কাতার আলনূর কালচারাল সেন্টার স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করেছে। দোহার হামাদ হসপিটাল রক্তদান কেন্দ্রে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আল নূর সমাজকল্যাণ সহকারী জাহেদুল ইসলাম ও রক্তদান কর্মসূচির সমন্বয়ক এম. এ. মুকিতের নেতৃত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কমিউনিটির সভাপতি আনোয়ার হোসেন আকোন।

বিশেষ অতিথি ছিলেন কমিউনিটি ব্যক্তিত্ব শাহজাহান সাজু। উপস্থিত ছিলেন আল নূর মহাপরিচালক শোয়েব কাসেম, প্রকাশনা পরিচালক অধ্যাপক আমিনুল হক, সংস্কৃতিক সহযোগী মাওলানা জসিম উদ্দিন মাশরুফ, নির্বাহী সদস্য কারী ইবরাহিম, রাকিবুল ইসলাম ও দাবির আকোন প্রমুখ।

মুমূর্ষু মানবতার কল্যাণে উদ্যোগ গ্রহণের জন্য কাতার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আল নূর নেতৃবৃন্দের হাতে সম্মাননাপত্র তুলে দেন মুহাম্মাদ আলী আল খাজা।

প্রধান অতিথি আনোয়ার হোসেন বলেন, রক্তদান কর্মসূচি এক পুণ্যময় একটি ভালো উদ্যোগ। এর মাধ্যমে দেশপ্রেমের পরিচয় পাওয়া যায়। আর স্থানীয় প্রশাসনের কাছে বাংলাদেশীদের মানবিক দিক ও ফুটে উঠে।

রক্তদান কর্মসূচি সফল করায় সকলকে ধন্যবাদ জানিয়ে মাওলানা ইউসুফ নূর বলেন, স্বাধীনতা যুদ্ধে বীর শহীদানের ঈসালে সওয়াবের উদ্দেশ্যে আয়োজিত এ জাতীয় কর্মসূচি সকলের সহযোগিতায় ভবিষ্যতেও অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

সংলাপ-২৭/০৩/০১৪/আ/আ

সম্পর্কিত পোস্ট