রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১

কাতারের মদিনা মোররায় ‘ট্রাভেল চ্যানেল অ্যান্ড ট্যুর’র উদ্বোধন

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৪ | ১০:১৩ অপরাহ্ণ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৪ | ১০:১৩ অপরাহ্ণ
কাতারের মদিনা মোররায় ‘ট্রাভেল চ্যানেল অ্যান্ড ট্যুর’র উদ্বোধন

প্রবাসে কর্মসংস্থান ও বাংলাদেশকে আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্র্যার্ডিং করার প্রত্যয়ে কাতারের রাজধানী থেকে অদূরে মদিনা মোররায় সম্প্রতি বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান ‘ট্রাভেল চ্যানেল এন্ড ট্যুর’র যাত্রা শুরু হয়।

প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম এরিককে সাথে নিয়ে ফিতা ও কেক কেটে উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথি সি আই পি জালাল আহমদ।

এতে উপস্থিত ছিলেন—চাঁদপুর সমিতির সভাপতি মো. মানিক রহমান, বাংলাদেশ স্কুল ও কলেজের অধ্যক্ষ মো. জুলফিকার আজাদ ও শিক্ষক মো তাফসির উদ্দিন। দোয়া পরিচালনা করেন কাতারের আওকাফ ও ইসলাম বিষয়ক মন্ত্রণালয়ের ইমাম ও খতিব মুফতি ফরিদ আহমদ।

উদ্যোক্তা জানান টিকেটিং, হজ-উমরাহ ও বিশ্ব এজতেমার টিকেট বাংলাদেশিদের জন্য সুলভমূল্যে প্রদান করা হবে। তিনি প্রবাসীদের ট্রাভেল চ্যানেল অ্যান্ড ট্যুর পরিদর্শন করার আহ্বান জানান।

সম্পর্কিত পোস্ট