কলম একাডেমি লন্ডন’র ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে কলম-আমিরাত চ্যাপ্টারের অনলাইন সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ‘গল্পসল্প-গান-কবিতা’ নিয়ে এই ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের আমিরাত শাখার সিনিয়র সহ-সভাপতি আবু তৈয়ব চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোফাচ্ছেল হক শাহেদের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক ‘সাহিত্যের বাতিঘর’ খ্যাত অধ্যাপক নজরুল ইসলাম হাবিবী।
সভায় বক্তব্য রাখেন আমিরাত চ্যাপ্টারের উপদেষ্টা মণ্ডলীর সদস্য শাহাদাত হোসেন পলাশ, সাংবাদিক জাহাঙ্গীর কবির বাপপি, চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি মোহাম্মদ কুতুবউদ্দিন বখতেয়ার, চট্টগ্রাম বিভাগীয় কমিটির সহ-সমাজ ও সংস্কৃতি সম্পাদক পারভিন আকতার, চট্টগ্রাম জেলা কমিটির সহ-সভাপতি রোটারিয়ান দুর্জয় পাল।
বক্তারা বলেন, কলম একাডেমি লন্ডন থেকে লেখক অধিকার দিবসকে জাতীয় দিবস ঘোষণা করাসহ আরেও ১০টি দাবি সম্বলিত একটি চিঠি প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রেরণ করা হয়েছে। এই দাবির পক্ষে যেকোনো সভা সেমিনার ও লেখালেখির মাধ্যমে সবাই এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন আমিরাত চ্যাপ্টারের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইরফানুল ইসলাম, সদস্য মোহাম্মদ হেলাল উদ্দিন, সদস্য মোহাম্মদ মাসুদ, আদনান আবির, মাহমুদ সুমন প্রমুখ।